আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন হিরোশিমা পাইলট



এই ছবিটি দেখুন। তার নাম পল টিব্বেটস। তিনিই সেই বহুল আলোচিত পাইলট যিনি জাপানের হিরোশিমায় বোমা ফেলেছিলেন। ৬ আগষ্ট ১৯৪৫ । বি-২৯ বোম্বার টি ফেলা হয়েছিল হিরোশিমায়।

এতে ৭০,০০০ থেকে ১০০,০০০ মানুষ মৃত্যুবরণ করেন। পল, ৯২ বছর বয়সে মারা গেছেন ওহাইয়ো অংরাজ্যের কলম্বাস নগরীতে। তিনি মৃত্যুর আগে বলে গেছেন , কাজটি করার জন্য তার কোনো অনুশোচনা নেই । তিনি আরো বলে গেছেন তার যেনো কোনো ফিউনারেল প্রক্রিয়া করা না হয়। কোনো এপিটাফ ফলক যেনো স্থাপন না করা হয় তার সমাধিতে।

কারণ এতে প্রতিবাদকারীরা তার কবরে এসে প্রতিবাদ করতে পারে। প্রশ্ন হচ্ছে , হিরোশিমা -নাগাশাকি গণহত্যার প্রতি বিশ্ব মানবের যে ঘৃনা , যে ক্ষোভ তা কি কোনো দিন প্রশমিত করা যাবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।