আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগন আক্রমণের ১২ বছর পূর্ণ হলো

বেধে রাখা চোখে বিশ্ব দেখি, উল্টো স্রোতে চলার সাহস রাখি

আজ ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগন আক্রমণের ১২ বছর পূর্ণ হলো এবং এখনও ৩০০০ এর বেশী মানুষের জীবন হরণকারী এই ট্রাজেডির অনেক প্রশ্ন জবাব বিহীন। সম্প্রতি "ইউ গভ " নামে এক প্রতিষ্ঠানের চালানো জরিপে দেখা যায় প্রতি দুই জন আমেরিকানদের মধ্যে এক জন ৯/১১ প্রসঙ্গে মার্কিন সরকারের বর্ণনাতে সন্দেহ পোষণ করে। জরিপটি "ReThink911" গ্রুপ আনুষ্ঠানিকভাবে স্পন্সর করে, গ্রুপটি ৯/১১ ঘটনার পুন:তদন্ত দাবী করতে আমেরিকানদের উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে । আমেরিকাতে এখন বড় বড় বিলবোর্ড এ লেখা দেখা যায় "আপনি জানেন কি ৯/১১ তে তৃতীয় আরেকটি বিল্ডিং ধ্বসে পরেছিল?" এখানে বিল্ডিং ৭ এর কথা বলা হচ্ছে যা কোনো বিমানের আঘাত ছাড়া ই প্রথম দুই বিল্ডিং এর প্রায় ৭ ঘন্টা পর ভেঙ্গে পরে আর প্রচার মাধ্যমগুলো এই বিষয়ে নিরব !! নতুন তদন্ত শুরু হলে খুব সম্ভবত নিম্নলিখিত বিষয়গুলি ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে : কিছু প্রশ্ন? • বিল্ডিং ৭ টুইন টাওয়ার ধ্বংশের ৭ ঘন্টা পর কিভাবে কোনো বিমানের আঘাত ছাড়া একই ভাবে ধ্বসে পড়ল?(ভিডিও দেখুন)http://www.youtube.com/watch?v=QHdAd6gxMsg • প্রত্যক্ষদর্শীদের মৃত্যু রহস্য জনক কেন?(ভিডিও দেখুন)http://www.youtube.com/watch?v=cYpSFupf46Q • বিন লাদেনের টেপ কি ভুয়া ? (ভিডিও দেখুন)http://www.youtube.com/watch?v=cA4cjgVuwUg • পেন্টাগন কি সত্যি ই আক্রান্ত হয়েছিল?(ভিডিও দেখুন)http://www.youtube.com/watch?v=hUhfzuGXG0A ৯/১১ প্রসঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা: বিস্ফোরক তত্ত্ব বিশেষজ্ঞ: বর্তমানকালে এমন অনেক বিস্ফোরক রয়েছে যা বিস্ফোরণে নিজে নিশ্চিন্ন হয়ে যায়। অর্থাৎ বিস্ফোরণের পর ঐ বিস্ফোরকের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না।

তাই ঘটনাস্হলে কোনো বিস্ফোরকের উপস্থিতি না থাকা এটা প্রমান করে না যে কোনো বিস্ফোরক ব্যবহার হয়নি। তদুপরি স্টিল গলতে যে তাপমাত্রা প্রয়োজন (প্রায় ৩০০০ ডিগ্রী সেলছিয়াস ) যা বিমানের ফুয়েল দিতে পারে না, দিতে পারে কেবলমাত্র কোনো উচ্চো ক্ষমতা সম্মন্ন বিস্ফোরক। এছাড়া ভিডিওতে বিল্ডিং থেকে অল্প আগুন কিন্তু অনেক কালো ধোয়া নির্গমনের লক্ষণ বিস্ফোরকের, বিমানের জালানিতে অল্প ধোয়া অনেক আগুন হওয়ার কথা বলে তারা মতামত দেন। বহুতল ভবন নির্মান বিশেষজ্ঞ: অভিজ্ঞ আর্কিটেক্টরা বলছেন বিমানের আঘাতে কোনো ভবন মোমের মত এভাবে ধ্বসে পড়তে পারে না বরং ডানে, বামে বা যেকোনো দিকে হেলে পরার কথা। টুইন টাওয়ার যেভাবে ধ্বসে পরেছে তাতে মূল স্থাপনার পিলার গুলি আক্রান্ত হয়েছে এবং পিলার ধ্বংস হওয়াতে বিল্ডিং দুটি সোজা নিচের দিকে ধ্বসে পরেছে।

বিশেষজ্ঞরা মনে করেন বিমান আঘাত হানার সময় যে প্রচন্ড শব্দ হয়েছে সেটি আসলে দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণের যা ভবনের পিলারগুলোকে ধ্বংস করে দেয়। বিশ্ব রাজনীতি বিশেষজ্ঞ: "নিউ ওয়ার্ল্ড অর্ডার" বা নতুন বিশ্ব ব্যবস্থা প্রবর্তনের অংশ হিসেবে ৯/১১ এর ঘটনা সুপরিকল্পিত সামরিক কার্যক্রম বলে মতামত দেন বিশেষজ্ঞরা। গোটা দুনিয়াকে গ্লোবাল ভিলেজে বা এক বিশ্বে পরিণত করতে চায় পরাশক্তিরা। ৯/১১ এর মাধ্যমে মধ্যপ্রাচ্চ সহ আফগানিস্থান ও পাকিস্তানে নিজেদের শক্তি বৃদ্ধির সুযোগ করে নিতে পেরেছে আমেরিকা। পাকিস্তানে নির্বাচিত নেওয়াজ শরিফ সরকারকে হটিয়ে পারভেজ মোশারফের সামরিক শাসন প্রতিষ্ঠা ছাড়া পাকিস্থানের ভূমি ব্যবহার করে দ্রোন বিমান চালানো সম্ভব ছিল না, ৯/১১ সে সুযোগ করে দিয়েছে।

ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্চের ৭টি দেশের বিষয়ে নাক গলানো, উদীয়মান শক্তি ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া এসব ই সম্ভব করে দিয়েছে ৯/১১। ইসলামিক বিস্শেষণ: ইসলামী চিন্তাবিদদের মতামত ৯/১১ ইহুদি-খিস্টান চক্রের সাজানো নাটক যার মূল উদ্দেশ্য মধ্ধপ্রাচ্চে শক্তি বৃদ্ধি ও পাকিস্তানে অনুগত সরকার তৈরির মাধ্যমে ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা নিশ্চিত করা। বিন লাদেন, আল কায়েদা, বিমান হামলা, বিমানে আরব আরোহী এই সব ই নাটকের অংশ। রাসুল (সা এর হাদীছে বর্ণিত শেষ জমানার ঘটনাবলী, দজ্জাল, এমাম মাহদী, ইসা(আ এর আগমণ, ৯/১১,নিউ ওয়ার্ল্ড অর্ডার এই সব এক সুত্রে গাথা বলে তারা মনে করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।