বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
মিসকল মফিজ ভাইয়ের সাথে একেবারে একমত যেখানে মানুষের অথার্ত সাধারণত মধ্যবিত্তের নাগালের বাইরে দাম চলে যায় সেক্ষেত্রে সরকারের একটি নতুন বেতন স্কেল তৈরী করতে হবে । করতে হবে তা অচিরেই ।
আমদের মন্ত্রী মহোদয়রা প্রায়ই বিদেশের হাওয়া খান, কত কি দেখেন । কিন্তু কিছুই গ্রহন করেন না । নিজের বুদ্ধি বিবেক না থাকলেও অপরের নকল প্রায় সবাই করতে পারেন ।
[গাঢ়]সর্ব প্রাকর দ্রব্যের নকল হলেও, কেউই দেশের স্বার্থ নিয়ে নকল করেন না । আপনি কি একমত ? [/গাঢ়]
এই জন্যই আমার বর্তমান বিশেষ সরকার তাদের জালের হাওয়া খাওয়ানো অথার্ত গরু চিকন তাজা পদ্ধতি অবলম্বন করেন ।
কিন্তু সেই সাথে জনগণের ক্রয়ের ক্ষমতাও খেয়াল রাখতে হবে । অতএব নতুন বেতন স্কেল করতে হবে । শুধু সরকারী খাতেই নয় ।
বরং সবার ক্ষেত্রে এই স্কেল প্রযোজ্য হবে । এই ব্যাপারে সরকারী, বেসরকারী সবার খাতেই সমাজতন্ত্রেন নীতি গ্রহণ করতে হবে । এই বলে গণতন্ত্র হারিয়ে যাবে না । তাও তার ভাল অংশ গ্রহন করতে হবে । এতে অশিক্ষীতদের স্থান থাকবে অথার্ত তাদেরকেও শিক্ষিত হতে হবে ।
হতে হবে কাগজে অনুমতিসহ একজন বেরসরকারী/সরকারী কর্মী যা সরকার কর্তৃক অনুমতি প্রাপ্ত ।
যেমন: অস্ট্রিয়া এইত, এইবার নতুন যৌথ সরকার এর অর্থনৈতিক মন্ত্রী 'মলটারেয়ার' সাহেব নতুন বিপ্লব আনতে চেষ্টা করেন, অষ্ট্রিয়ার সর্বকালের বিখ্যাত বাজেটগুলোর অন্যতম হিসেবে । এমন বাজেট করেন, 'মর না হয় মার পদ্ধতি' । সুতরাং সাধারণ মানুষ যায় বেকেঁ । কারণ বাজেট পদ্ধতিতে সাথে সাথে অস্ট্রিয়া ৫ - ২৭ বছরের রেকর্ড ভেঙ্গে ফেলে বিভিন্ন খাতে ।
অথার্ত দাম এর ঊর্ধ গতি নিয়ে । ১০ - শতকরা ৯০ ভাগ পর্যন্ত সকল পণ্যের দাম বেড়েছে আর নামকে ওয়াস্তে কিছু কমেছে ।
সুতরাং যেই দলের মন্ত্রী তারা তেমন উচ্চ বাচ্চ করলেও । বিপক্ষদলের(যৌথ সরকারেরই ২য় দল, কারণ যে দই দল যৌথ সরকার গঠন করেছে তারাই সাপ-বেজী ) মন্ত্রীরা তরবারী নিয়ে শপথ নেন । যেভাবেই হোক দেশের মানুষের পক্ষে দাড়াতেই হবে ।
সরকারী/বেসরকারী বেতন স্কেল বাড়াতে হবেই হবে । আর সেই সাথে আর একজন 'মলটারেয়ার' সাহেব এর পক্ষের দলের মন্ত্রী যোগ বিপক্ষদলের সঙ্গে(এই যোগ সেই যোগ না যে দল ছেড়ে চলে গেলেন, এটা হল মতামতগত অধিকার) । কারণ অস্ট্রিয়া বাংলার মত ফাউল দল(রাজনৈতিক) না, এরা দেশের চিন্তাও করে দলের চিন্তাও করে ( প্রাক্তন প্রধানমন্ত্রীরা খিয়াল কইরা ) ।
আর শেষ পর্যন্ত কয়েক মাসের মধ্যেই শতকরা ৩,৬(৩.৬) ভাগ বেতন বেড়েছে । যারা ৮৯৫ ইউরো(*নেটো) পান তারা ৪৫ ইউরো বেশী পাবেন ।
রাউন্ড ফিগার (পূর্ণাঙ্গ বিবেচনায়)১০০০ (*নেটো) যদিও যথেষ্ট নয় কিন্তু বেড়েছে তো ।
*নেটো হল ব্রুটো এর ছোট ভাই, কারণ মূল বেতন থেকে সামাজিক ব্যবস্থান কারণে বিভিন্ন ধরনের ইন্সুরেন্স, ভেট, কর, অবসরভাতা কেটে রাখা হয় সরকারী ভাবে, যা কাজ চলে যাওয়ার ৬ মাস(নাগরিক)/১ বছর(বিদেশী) পর সুবিধা পেয়ে থাকেন ।
সুতরাং তত্বাবধায়ক সরকারের আশু পদক্ষেপ কামনা করছি ।
পক্ষে থাকলে, নিজস্ব মন্তব্য দিলে, আমি আমার ছোটখাট ব্যাখ্যার আপনাদের প্রতিক্রিয়া বুঝতে পারব । নিজের ভুল থাকলে তাও সংশোধন করার চেষ্টা করব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।