আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়
পত্র অনেক প্রকারের হতে পারে:-
১. প্রেম পত্র
২. সাধারন পত্র(বাবা, মা, ভাই বোনকে লেখা পত্র)
৩. অফিসিয়াল পত্র
৪. পরীক্ষার খাতায় লিখা পত্র
ইত্যাদি....... ইত্যাদি
সবাই পত্র লিখেন, কেউ বা পত্র পাঠে খুশি হন, আবার কেউ দু:খ পান। অনেক সময় পত্রে লেখা থাকে খুব কম, কিন্তু একটি তাড়া থাকে যা হচ্ছে 'পত্র পাঠ বাড়ী এসো।
এটা ভালোর জন্য আসতে বলতে পারে আবার খারাপের জন্য ও আসতে বলতে পারে। এমন ও হতে পারেbr />
স্ত্রী লিখেছেন স্বামীকেbr />
> স্বামী থাকে ঢাকা শহরে। স্ত্রী লিখেছেন পত্র।
স্বামীর ২য় ইটিসপিটিসের কথা জানতে পেরে স্ত্রী লিখতে পারেন স্বামীকে পত্র পাঠ বাড়ী এসো।
:- মাইর একটাও মাটিতে পড়বে না বইলা স্ত্রীর প্রস্তুতি মনে মনে।
বাবা লিখেছেন ছেলে কেbr />
> পরীক্ষায় লাগাতার ফেল করার পরেও নকল মার্কশীট বানিয়ে বাবাকে প্রেরন, এবং যথারীতি বাবার কাছে শিক্ষকের নালিশ এবং বাবার নাক মুখে চুন কালি। সুতরাং ছেলেকে উপযুক্ত উওম মাধ্যম দেবার জন্য ছেলেকে লিখতে পারেন পত্র পাঠ বাড়ী এসো।
:- ছালা বেধে গেলে কিছুটা আরাম পাওয়া যেতে পারে।
মা লিখেছেন ছেলেকে:
> বিয়ে করবে না বলে বার বার মায়ের মন ভাঙ্গার পর, মা নিজে কৌশল করে নিজের অসুস্থতার কথা লিখে ছেলেকে পত্র পাঠ বাড়ী আসতে বলতে পারেন।
:- বাড়ী আসার পর যথারীতি একটি কালো খচ্ছর মেয়ের সাথে আপনার শুভ! বিবাহ সম্পন্ন।
আরো হতে পারে.................
আমার বেলায় হয়েছিল 'বাবা লিখেছেন ছেলে কে' তবে আমি মার্কশীট জালিয়াতি করি নাই, অতিরিক্ত টাকা খরচ এবং পড়া লেখা বাদ দিয়ে ছি:নেমা দেখতে যাবার অপরাধে 'পত্র পাঠ বাড়ী এসো' এই রকম পত্র পেয়েছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।