অত শত জানি না , জল খাবো পানি না।
// বাসর //
বাসর রাতেই
বিল্লি শিকার করছিলাম,
তোমার মাঝে
আমার কিছু ভরছিলাম।
// আবিষ্কার //
উঁচু নিচু
হঠাৎ খানা-খন্দ,
তোমায় ছুঁয়ে
আমার লাগে দ্বন্দ।
// বৃন্ত ভ্রমন //
বৃত্ত ঘুরে
বৃন্তে আসি,
আমি তোমায়
ভালোবাসি।
// ফুল-মিনার //
তোমার ফুলে
আমার মিনার,
পাই না খুঁজে
কূল বা কিনার।
// যৌগ-সুখ //
যৌগ-সুখে
ক্লান্ত দুজন,
নতুন প্রানের
বীর্য বপন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।