জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।
নিউ কাসেলে গোধূলীর সময় বের হয়েছিলাম আমরা। বেশ কয়েকটা সাগর ঘুরে এখানে এসেছিলাম শেষ মেষ। বিকেলের তেছড়া রোদে সাগরের ধেয়ে আসা ঢেউগুলো দেখতে অপূর্ব লাগছিল। অনেক দূরের আকাশে স্তরে স্তরে মেঘ। নির্জন, জনশূণ্য সাগর তীরে অনেক দূরের লাইট হাউজটা পুরা দৃশ্যটাকে সম্পূর্ণ করেছে। আমি ঘন্টাখানেক এখানে দাঁড়িয়ে শুধু সাগর দেখেছিলাম আর সূর্যের সোনা রোদ মুখে মেখেছিলাম, মনে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।