আমাদের কথা খুঁজে নিন

   

কেন এত সংঘাত

কলপনার মাঝে ভেসে আছি

নিত্যবেলা কেন এত সংঘাত? কি লাভ এতসব করে, দন্ড সংঘাত কি পারে দু:খ ভুলাতে? না পারে,যে হবে না আপনার তারে আটকিয়ে রাখতে, তাহলে কেনই খামাকা এতসব দন্ড চল আজই করি এসব বন্ধ। সে যদি নাই হতে চায় তার তাহলে কেন করবে এতো জোর? তাকে তার পথে ফিরে যেতে দাও। সে যদি অন্যের হতে চায়,তবে হোক না অন্যের; তাহলে মিছেমিছি কেন কর এত সংঘাত আর ছোট কর জাত অভিজাত। মান অভিমান কর, তাতে তো নেই কোন বাধাঁ। দন্ড সংঘাত ভুলে যাও, তাহলেই তোমার মন হবে স্বচ্ছ সাদা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।