কবি
আজ বিষাদ কাকে বলে জমে ওঠা হে শরীর পাথর; এই কি নগর ভাঙা উথাল প্রতাপ হাওয়া, বিপর্যয়, পরিমিতিবোধ। হাঁটা গেলো স্বল্প সংপ্তি পথ, অস্তিত্ত্বের দীর্ঘ ছদ্দবেশ, যৌন গন্ধমাখা রুমালের শুভ্র দেশ, পথ। সময় গাধার পিতলের ঘন্টার শব্দে বোঝা যায় আজ তারা সোনলী সময় পরিবহন করে ফিরে যাচ্ছে ময়ুর-ঘ্রানের ব্যথায়, গন্তব্যহীন, নিরুদ্দেশ শপথের দিকে -কবরের কানের ভিতর।
সমুদ্র বলতে যে দেবতা জ্ঞান তাই ভেঙে ভেসে আসে পাথরের কাছে, নিরুপায় তোমারও দিকে
আজ রাতে চাঁদ ডুবে গিয়েছিলো ... গিয়েছিলো ডুবে চাঁদ রাতে আজ
এই ধুলোর আর্বান, ঝিনুকের মত আয়ুতে ডুবছে উপজীব, রূপা-দৃশ্য। বুকের ভিতর নিয়ে চলো মুক্ত পাথর, বিশ্রাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।