আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্ন-ডায়রীর পাতা-৮

কবি

কারা আজ স্বপ্ন এঁকে ফিরলো বালির বিছানায়; সমুদ্র এখন বহুদূর সরে গেছে নির্বেদ গভীরতার দিকে। আর তারা আজও বিকল্পহীন বসে আছে শান্ত বাতাসের পাশ ঘেসেÑ কোন ঘর আর খালি নেই, চন্দন কাঠের বোতাম ছেড়ার শব্দে ধেয়ে আসছে প্লাবন, ভেজা দেহের উপর ছুড়ে দিচ্ছে নীল মার্বেল নিঃশ্বাস, অন্ধকারের অচিন ফেনা। আর আমরা কোথায় কোথায় খুঁজতে পারি সামান্য আড়াল, ফেলে যেতে পারি বাক্্রভর্তি দেবদারু বীজ, নিরাশার মত উচ্চতা, বেদনা। হে সমুদ্র, বাতিঘর, সংকেতবিহীন যে বধির জাহাজ ভেসে যাচ্ছে নিরুদ্দেশে, তাকে নিয়ে চলো সবুজ সহস্যময় ঔষুধি বৃরে আরোগ্য আশ্রমে; নীল দ্বীপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।