কবি
আজ আমার আশার অশ্ব কোথায় থামবে তুমি! এই মুুর্হূতে যে পাথর ছোড়া হলো সুনীল জলের দিকেÑ তার সাথে ডুবে যাচ্ছে আঙুলের ছাপ, অপরাধ চিহ্ন। চিহ্নহীন হাতে আরও একটা কথা না বলা পাথর নিয়ে হেঁটে যাচ্ছি নীল যমুনার দিকে, আজ যদি বিস্মরণ ঘটে যায় ডুবতে ডুবতে, তবে মাথার উপর শান্ত বিপুল আকাশ হাজারে হাজর নীল পাখি হয়ে উড়ে যাচ্ছে কোন আন্ধকারে! শূণ্যতার অধিক কোন নির্জনতায় বসে তারা গেয়ে চলেছে তাদের অবশিষ্ট পরাজিত গান। যে পথের রেখা পার হয়ে গেছে দিগন্তের সিংহদ্বার, সেই পথে এক দ্রুতগামী অশ্বের ছায়ার পা মাড়িয়ে গেলো আমার সাজঘরের রঙ, সোনার মুখোশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।