আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্ন-ডায়রীর পাতা-৫

কবি

যুদ্ধ জয়ের নৈতিক কথা লিখে রাখি, সব পরাজিত নিহত মুখোশ নত্রের সাথে হেঁটে পাড় হচ্ছে ছায়াপথ। আজ তারা নরকের ওমে বসে লজ্জিত, বিবেকী মানুষের মত সদা হাসসোজ্জল-গ্লানি নেই। সদর জেলের প্রাচীরে লেখা ‘মুক্তি চাই’ পড়ে কোন ঘর পালানো মাতাল এই পথটাকে স্বর্গের বিবর্ণ সিঁড়ি ভেবে উঠে যায় অলিক পাহাড়ে। তারপর দেবশিশুর হারানো বাতাসের লাল বল খুঁজতে খূঁজতে নেশার ভিতর পেয়ে গেলো প্রেমিকার দীঘল চুলের স্মৃতি, মুক্ত উপত্যকা। পূর্ব জীবনের সপ্তাহান্তে কেটে ফেলা নখ তরোয়াল হয়ে দেখা দিলো; তুলে নাও, তুলে নাও; প্রথম মুক্তির অস্থিরতা নিয়ে হেঁটে যাওÑ অদূরেই আছে পিশাচ পাহাড়, মানবতাহীন উচ্চতার স্বাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।