কবি
দীপ নিভে গেছে; অন্ধকারে আলো বোধ নিয়ে উল্টে যাচ্ছি ভূ-বিজ্ঞানের পাতাÑ কোন দেশে আলাদিনের দৈত্যের সংসার, অথবা বিজন ভূতেদের গ্রাম; সেই অদেখা গ্রামের পথে পথে পড়ে আছে খুঁলির পাহাড়, পিপাসার মত মানুষের ঘ্রাণ - এই ধরতেই পাতা আছে অলৌকিক কালো-ফাঁদ; চুপচাপ মানুষের গন্ধ মুছে ঘুরে আসি ঐ সব পথ। যেতে দাও, চলে যাই রেলপথে বহুদূর -মেল এসে গেলো, রেলের স্লিপার থতমত জেগে ওঠে মধ্যরাতে। আর দাঁত তোলা রোগী চুষে খাচ্ছে নিজেকে নিজেই, রক্তে ভেসে যাচ্ছে পৃথিবীর সমান্তরাল রেলপথÑ কাছে এসে শান্ত হয়ে বসো বিরোধিতা -বসন্তের রক্ত হাওয়া থামুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।