কবি
চুপ হয়ে আছি। আজকাল হাঁটছি না। স্থির মোমশিখার দমকা হাওয়ায় কেঁপে ওঠা কম্পিত আলোর মত আমার ধ্রুবক তাপমত্রা ওঠে বাড়ে। আর গোপন কথায় ভরে ওঠা নীতিপ্রবণ হৃদয়। আমি আর আকাশ কি ভেবেছি, কি!
মৃত্যু; দ্রুততার সাথে নিজেকে চিনতে না শেখা।
চিনতে পারি নি কারা যেন মুঠো মুঠো মাটি ফেলে চলে গেলো। আর সাড়ে তিন হাত মাটির গভীর থেকে, আমার গোপন-কথা-বীজ থেকে বেড়ে ওঠা বৃ-পত্রের সংকেত শিখে নিচ্ছে পাখি।
তোমারও কি বোঝার কোন দায় ছিলো না, মানুষ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।