সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
আজ ঐতিহাসিক ২৮ শে অক্টোবর । বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরনীয় দিন ।বিএনপি-জামাত জোট সরকারের গত ৫ বছরের দুঃশাষনের অবসান ঘটে এই দিন ।
দুনিতীতে নিমজিত বিগত সরকারের আমলে বিরুধী দলের নেতা কমিদের হত্যা নিযাতন , সংখ্যালগু নিযাতন, দ্রব্য মুল্যের উধ্ধ গতি , সন্এাস, বোমা - গ্রেনেড হামলা আর ইলেকশন ইন্জিনিয়ারিং করে আবার ক্ষমতার লোভে বিভোর বিএনপি-জামাত যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল আরো অনেক আগে ।
দুই তৃতীয়াংশ আসন লাভকারী একটা সরকার কত দ্রুত জনবচ্ছিন্ন হয়ে পড়েছিল তা দেখল সারা বিশ্ব ।
আর তার বিস্ফোরন ঘটল ২৮শে অক্টোবর । জনতা সময়মত ফুসে উঠলো । আর ক্ষমতাসীনদের দম্ভ ভেঙ্গে চুরমার করে দিয়ে জনতা বুঝালো আসলে ''জনগনই সকল ক্ষমতার উতস'' ।
চলবে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।