অত শত জানি না , জল খাবো পানি না।
আমাদের সবার প্রিয় CloseUp1 তারকা মাহাদীর লতুন অ্যালবামের 'সুনীল-বরুনা' গানডা সবাই খুব পছন্দ করেন। আমিও করি। কিন্তুক, গানডা প্যারোডী না কইরি থাকতি পাল্লাম না। হচ্চে কি, যারে মানুষ বেশী ভালোবাসে তারে লিয়েইতো মশকারি করে, নাকি? তো কেউ কিছু মনে লিয়েন্না। ইট'স জাস্ট ফর ফান। হে হে হে (ক্লোজআপহাসি)
গরু না হলে মহিষ
প্যারোডী ~ শুভ
তুমি গরু না হলে হব আমি মহিষ
তুমি ছাগল হলে হব আমি খবিশ
তুমি গাধা হলে খাব আমি মূলা
মূলা খেয়ে খেয়ে হব আরো গাধা (২)
// কোরাস //
গাবতলীর হাটে গিয়ে প্রথম পরিচয়
সেখানেই বারে বারে শুধু দেখা হয়
দুই দাতের গরু-মহিষ তবু বেচা যায়
নয় দাতের ফোকলা পশু কি কেউ পুছে হায়
নারে না না না / ফিরে এসো না
তুমি হেসো না / ফোকলা দাতে (২)
বাথরুমে গেলে হব পাহারাদার
মার্কেটে গেলে হব ভাই-বেরাদার
তুমি প্রকৃতির ডাকে সাড়া যখন দেবে
কথা দাও আমাকেও সঙ্গে নেবে (২)
// কোরাস //
গাবতলীর হাটে গিয়ে প্রথম পরিচয়
সেখানেই বারে বারে শুধু দেখা হয়
দুই দাতের গরু-মহিষ তবু বেচা যায়
নয় দাতের ফোকলা পশু কি কেউ পুছে হায়
নারে না না না / ফিরে এসো না
তুমি হেসো না / ফোকলা দাতে
নারে না না না / ফিরে এসো না
তুমি হেসো না / ফোকলা দাতে। (Echo…)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।