একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
পূর্বে প্রকাশের পর
...........................
হ্যালো কে বলছেন?
উত্তর পেলাম, "আমি"
আমি বুঝতে পারলাম এটাতো সেই চির চেনা শ্রাবণীর কন্ঠ। শ্রাবণী কেমন আছো তুমি? কোন উত্তর পেলাম না। বলল, কি করছো?
কি আর করবো? আজ অফিস থেকে ছুটি নিয়েছি। বেশ কয়েকদিন একটানা কাজ করে খুব ক্লান্ত।
তুমি কি করছো? শ্রাবণী কোন উত্তর না দিয়ে বলল, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।
আমি আশ্চর্য হয়ে গেলাম, আমারই মনে নেই যে আজ ১১ই জুলাই। আজ আমার জন্মদিন। বললাম, ধন্যবাদ তোমাকে। আমাকে চমকিয়ে দিয়ে শ্রাবণী বলল, "আজ শনিবার তাই আমার অফিস ছুটি। তোমার যদি সময় হয় আমি তোমার সাথে দেখা করতে চাই।
"
আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ঘুমিয়ে আছি না স্বপ্ন দেখছি? ও পাশ থেকে শুনলাম কথা বলছো না কেন? ব্যাস্ত থাকলে প্রয়োজন নেই।
বললাম, না আজ আমি ফ্রি আছি। বল কোথায় আসতে হবে। শ্রাবণী কন্ঠ শুনে মনে হচ্ছে ও আমার সাথে ফ্রি ভাবে কথা বলছে না।
বলল, পাবলিক লাইব্রেরীর সামনে আমি সকাল ১০টার সময় থাকবো।
তুমি এসো। বললাম, ঠিক আছে? খোদা হাফেজ বলে ও লাইনটি কেটে দিলো।
আমি ভেবে পাচ্ছিলাম না এতদিন পরে কি কথা বলবো ওর সাথে। খানিকটা নার্ভাস লাগছিল। যাইহোক তাড়াতাড়ি গোসল করে, রেডি হয়ে বের হলাম ৯টার মধ্যে।
পৌঁছে গেলাম ৯ টা বাজার ১৩ মিনিট আগে। সিড়িতে বসে আছি। অপেক্ষা করছি শ্রাবণীর জন্য। খানিকটা খারাপ লাগছে, কেউ যদি দেখে ফেলে। একটা দৈনিক পত্রিকা কিনে পড়তে লাগলাম সময় কাটানোর জন্য।
মিনিট পাঁচে পরে শ্রাবণীকে আমার পাশে আবিষ্কার করলাম দাঁড়িয়ে। ও যে কখন এসে দাঁড়িয়েছে তা বুঝতে পারিনি। উঠে দাঁড়ালাম। দেখলাম ওর মুখটা মলিন।
..............................
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।