জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি
ভেবে ভেবে তাই বনবাসী
হেসে হেসে সে খুনসুটি
দেখে দেখে তার চোখ দুটি
প্রাণ কাদে গো মিটমিটি
প্রাণ কাদে মোর জান কাদে
তার চক্ষু জলেই মোর বাঁধ সাধে।
হাসতে হাসতে তাই খুনসুটি অইগেলও। তাই কয় আমার এই কবিতা বুলে কোন কাব্যই অইছেনা । আমিও মানিলাই - আমার কোন কবিত্ব্য গুনঐ নাই। আমার মাঝে যদি কোন বাল্মিকী প্রতিভাই না থাকে তাতেও হয়তো তেমন কোন আফসোস থাকার কথা না।
আমার অন্য জীবনও আমি খুবই বালা। সাধু শ্রেনীর মানুষ । কেওরে গালি দেইনা। কেওরে খরাপ খতা কই না। খুবই সামাজিক, কাব্যিক।
কিন্তু এই জীবনে আমার তেমন কুনতাই নাই। ইকানও আমি খরাপ লোক, অসামাজিক, কবিত্বতো দুরের কথা গাদ্যিকতার নুন্যতম গুনাবলী থাকলেও তা আমার কপালগুণ।
তয় একটা বিষয় খুবই মজার । আমরার বাস্তব জীবনও একসাথে কয়েকটা জীবন কাটানো না গেলেও অও সাইবার জীবনও তা সম্ভব । একলগে আমার কয়েকটা সত্তা।
এক জীবনে আমি খরাপ, আরক জীবনও আমি বালা। এক জীবনও আমি বেটামানুষ কিন্তু হয়ত অন্য জীবনও আমি বেটি। কুনুক সময় হয়তো পাখি, অরন্য কিন্বা ভয়ন্কর একটা চিতা, নয়তবা একজন বেগনা পতিতা বা এক বৈতল সমকামী। অনেক আমার পরিচয়। আমার অনেক সত্তা।
হকল এখানও সচল। হকলঐ আয়তনমুখী। আমার অনেকগুলো সমান্তরাল জীবন থাকলেও হকল জীবনও স্বাধীনতার সীমানা হমান না। এডমিনিসট্রেটর নামক এক ধরনর বহি:জাগতিক প্রানী আমার অও স্বাধীনতারে পুরোপুরি নিয়ন্ত্রন কইরা আমার হেদাত মিটাইরো।
রাধারমন পরজনমে রাধা অইতে চাইছইন।
কিন্তু আমার হকল জীবনঐ এক চরম চাওয়া । আমি যেন আমার হকল জীবনও সিলটি হই।
(প্রসঙ্গত: সিলটি একটা আলাদা কওম)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।