আমাদের কথা খুঁজে নিন

   

দু-দণ্ড শান্তি চাই

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

দু-দণ্ড শান্তি চাই শাফিক আফতাব.................. শান্তি, তোমাকে পেতে আমি সাত সমুদ্র আর তেরনদী পেরিয়ে এই নির্জন দ্বীপে এসেছি__ তোমার জন্য সয়েছি কষ্ট যন্ত্রণা আর দুঃখের কত ঘাত ! তোমার জন্য আমি লালায়িত জননীর মতোন হাত পেতেছি মানুষের কাছে : তবু তুমি অলক্ষ্যে থাকো__ মানুষ তো কামে শান্তি পায়__ কেউ সুখে ; কেউ আবার সুখ আর শান্তি এক করে একই গ্লাসে গিলে যায়__ কেউ আবার শান্তির জন্য পরকীয়া শয্যায় যায়__কেউবা মনোরম রঙিন কক্ষে ; কেউ বাজারে পণ্যের মতোন কিনে নারীর শরীর__তারপর দোতরা বাজায় ; আমি তা পারিনা __ আমি দেহ আর মনকে এক করে একটি নিপুণ শিল্পকর্ম বানাতে চাই ; আমি শান্তির জন্য কাঠফাঁটা রোদে গলে গলে নিঃসরণ করতে চাই কষ্টের ঘাম, আমি শান্তির জন্য এককোটি রাত তোমার জন্য অপেক্ষা করতে পারি, আমি শন্তির জন্য পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তি অনায়াসে দান করতে পারি তোমাদের। আমাকে শুধু একটু শান্তি দাও দু-দণ্ড শান্তি ! শান্তি দাও দু-দণ্ড বনলতার মতোন তোমাতের অভিজাত পৃথিবীতে আমি আর কিছু চাই না।

.............. ১০.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।