আমাদের কথা খুঁজে নিন

   

এসো জোছনা স্নানে



এত অদ্ভুত সুন্দর আর মায়াবী চাঁদটার মায়া ভরা আলো মনটাকে কোথায় যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে!এত সৌন্দর্য কি সহ্য করা যায়?আজ যদি জোছনাস্নান না হয়, মমতা আর বিষন্নতায় চোখ গড়িয়ে জল না ঝরে তাহলে চাঁদ অভিমানে মুখ লুকাবে। চাঁদের অভিমান তো সইতে পারব না। মন ভিজে গেছে। সবাই জোছনাস্নানে যান। হাত বাড়িয়ে আলোটুকু, মায়াটুকু স্পর্শ করুন।

লাল জামদানী পড়ে, কালে বড় লাল টিপ, চোখে কাজল, আর খোপায় বেলী জড়িয়ে হাতে হাত ছুয়ে এসো নীরবতায়, নিবিরতায় কেঁপে উঠি। কোন কথা বলবে না, এত সুখে শুধুই কাঁদা যায়, নদীর জলে চাঁদেও ছাযা দেখে। আমার তো সুখে মরে যেতে ইচ্ছে করছে। এমন দিনে মরেও সুখ, শুধু তুমি আলতো করে ছুয়ে দিও। কেদো না কিন্তু তাহলে আমার বুক ফেটে যাবে, তোমায় আমি আগলে রাখি,কোন দু:খ তোমাকে ছুবে না, শুধু আজকের চাদের আলো তোমাকে ছুয়ে দিক।

কারো যেন নজর না লাগে মায়াভরা মুখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।