আমাদের কথা খুঁজে নিন

   

গত বৈশাখের আচঁড়

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

গত বৈশাখের আচঁড় রঙ -বেরঙ্গের উড়ছে বেলুন খোলা-পিঠ উন্মুক্ত সৌন্দর্য ছড়াচ্ছে দুলছে শেম্পু মাখা তন্বী চুল হাতে হাতে মুখোশ, মনে মনে আক্রোশ মুখে মুখে বাংলা, পদে পদে ইংলিশ । চুল থেকে স্যান্ডেল বিদেশী শুধু ভাতটার উপর বেলেট চেরা মরন্ত ইলিশ। এ সংস্কৃতির একদিনের খেলায় বিছানো আছে চাদর,কিন্ত নেই জসিমউদ্দীনের নকশী জড়ানো মমতার বালিশ। মঞ্চে মঞ্চে আতিফ/সাকিরা, ঘরে ঘরে মনে মনে নেই রিংকুর পালিশ । রঙ-বেরঙে শাড়ির আঁচল মিষ্টি রোদে শুভ্র বাদল পথে পথে বাঁশী -তবলা রাতের ভিড়ে হায়নার খাবলা পথে পথে ট্যাস্কী ক্যাব, ঘরে ঘরে স্টার টিভি শুধু পাল্কীর গানে ফরিদার টানে মাটির সুরে ঐতিহ্যের শানে তুচ্ছতার ডুকারানো নালিশ।

বাজারভরা ফোম গালিচা কদর হারা পল্লী বালা সালমার লালন তাবিজ। গলায় গলায় ভালবাসা হৃদয়ে হৃদয়ে মরন বীষ । হাতে হাতে জাতিয় পতাকা মনে মনে দেশ ধসানো পারমানবিক । রঙ - বেরঙে উড়ছে আচঁল, ইংলিশ গানে স্মার্ট পাগল সাহিত্য আকাশে নষ্টামির বাদল। রঙ-বেরঙে উড়ছে আচঁল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।