আমাদের কথা খুঁজে নিন

   

ভিবি.নেট এর সাথে মাইএসকিউএল এর ব্যবহার নিয়ে দুইটি টিউটোরিয়াল (রিপোস্ট - ফুল)

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম * পোস্টে টিউটোরিয়াল নেই, টিউটোরিয়াল এর লিংক আছে। * পোস্টে টিউটোরিয়াল এর প্রি-রিকুস্টিস গুলো বলা আছে। * টিউটোরিয়াল গুলো ইংরেজীতে লেখা। ______________________________________________ আমি জানি না কেনো, এমএস-এসকিউএল এর কাজ আমি কোনভাবেই বুঝে উঠতে পারি নাই। যেহেতু আমি একজন ওয়েব ডেভেলপার সেহেতু মাইএসকিউএল নিয়ে কাজ করি।

তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও আমি মাইএসকিউএল-ই ব্যবহার করি। তো, ভিবি.নেট এ কি করে মাইএসকিউএল ব্যবহার করা যায় সেটা খুঁজে পাওয়ার পর আমার ল্যান-বেজড ডাটাবেজ সফটওয়্যার তৈরী অনেক ইজি হয়ে গেছে। মাইএসকিউএল সার্ভার অনেক হালকা, সহজেই ইনস্টল এবং কনফিগাড় করা যায়, রিসোর্স হাঙরিও নয়। নীচের টিউটোরিয়াল দু'টো লিখেছি মূলত ভিবি.নেট এর সাথে মাইএসকিউএল সার্ভারের ব্যবহার নিয়ে। ১. ভিবি.নেট এর সাথে কিভাবে ব্যবহার করবেন মাইএসকিউএল সার্ভার? ২. ভিবি.নেট থেকে মাইএসকিউএল ডাটাবেজে ছবি স্টোর করবেন যেভাবে।

দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে যারা জানেন তাদের রেগে যাবার কারণ নেই। ওয়েব ডেভেলপিং এ পিএইচপি আমাদেরকে খুব সহজেই ছবি/ফাইল সার্ভারে আপলোড করার সুবিধা দেয়। কিন্তু ভিবি.নেট এ সেরকম ইজি আপলোড মেকানিজম নেই। এফটিপি অথবা নেটওয়ার্ক টুলস ইউজ করে আপলোড করতে হয়, যা একটু হলেও কঠিন। তাই এই টিউটোরিয়ারটি দিয়েছি।

ল্যান বেজড নেটওয়ার্কে চোখে পড়বার মতো পারফরমেন্স ফল হয়নি, আমি টেস্ট করে দেখছি। তাই আমি মনে করি যদি একটি কুয়েরীতে একটি ইমেজই নিয়ে আসতে হয় তাহলে সেক্ষেত্রে ডাটাবেজে ইমেজ রাখা যায়। যদি মাল্টিপল ইমেজ নিয়ে আসতে হয় তাহলে ডিরেক্টরিতে রাখাই ভালো। সেটা অনেক বেশি ফাস্ট হবে বলেই মনে করি। যদিও কোন টেস্ট করে এখনো দেখা হয় নাই।

টিউটোরিয়াল গুলোর প্রি-রিকুস্টিস হলো ১. ভিবি.নেট এ বেসিক কাজ করবার অভিজ্ঞতা থাকতে হবে। ২. মাইএসকিউএল এ ডাটাবেজ তৈরী, টেবিল তৈরী ইত্যাদি অভিজ্ঞতাও থাকতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।