আমাদের কথা খুঁজে নিন

   

শাহ আব্দুল করিমের গান



তাঁর সাথে প্রথম দেখা ১৯৭৭ সালে। এক মালজোড়া গানের (প্রশ্ন -উত্তর ) অনুষ্টানে। তাঁর প্রতিদ্বন্ধী শিল্পী ছিলেন ময়মনসিংহের বাউল আলী হোসেন সরকার। এর পর দেখা হয়েছে অনেক বার। আমিও আমার লেখা বাউল গানের বই '' বাউলের আর্তনাদ'' , ''হৃদে গাঁথা মালা'' - তুলে দিয়েছি তাঁর হাতে। তিনিও দিয়েছেন তাঁর লেখা বই। প্রবাস থেকে দেশে গেলে , সুযোগ পেলেই আড্ডা দিয়েছি তাঁকে ঘিরে। সিলেটের ''বইপত্র'' -তে আমার সুহৃদ প্রতিম কবি মোস্তাক আহমাদ দীন এর আয়োজনেও হয়েছে নানা বিষয়ে আড্ডা। শাহ করিম একজন অসাধারন , নির্লোভ ,বিনয়ী সাধক মানুষ। তিনি প্রাণ খুলে গেয়েছেন...... ''ভব সাগরের নাইয়া..../ মিছে গৌরব করো রে পরার ধন লইয়া.....''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।