আমাদের কথা খুঁজে নিন

   

মরি নাই মরি নাই!! এখনও বাইচা আছি!!(বান্দর গ্রুপের জন্য)

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে

কি আর কমু দুক্কের কথা? জীবন আমার পুরা ছিড়া খ্যাতা। মনে নাইরে আমার সুখ বাপে কই বেয়াড়া যুগ! ৪ দিন ছুটির কথা শুইনা মনডা আমার উথলাইয়া উঠল। ভাবলাম বাসাই চেয়ারের উপর পা তুইলা মজাছে ব্লগামু। রাইতে ব্লোগে আইসা একটু পাইতারা মারলুম তার পর গেলুম ঘুমাইতে। পরের দিন সকালে বেডরুম থেলে বাইর হইয়াই আম্মু আমারে ধমক মাইরা জিগাইল ঐ পোলাডা কেডা? কলিজা তো আমার শুকায়া দিল্লির লাড়ু!আমি কইলাম কোন পুলা? আম্মা কই কুনডা আবার তুমি কম্পিউটারে যার ছবি ঝুলাই রাখছ সেইডা।

আমি তো পরান বাচাতে কইলাম আমি চিনি না নেট থেকে সেভ করছি। আম্মু বলে পুলার ছবি ঝুলাই রাখছ তুমার বাপ গতকাল রাতে আমারে ঘুমের থেকে ডাইকা তুইলা দেখাইছে আর আমারে বকা দিছে। আর কইছে পুলাপাইন সব বেয়াড়া হইয়া গেছে। তখন আমি আর কি কমু? তাড়াতাড়ি কম্পিউটারে গিয়া আমার ফ্রেনডের ছবি ডিলিট করলাম আর মনে মনে কইলাম ছবির জন্য এরকম কথা। যাহ কম্পিউটারেই বসবনা! তাই গত ৪ দিন নেটে আসি নাই।

সারাদিন নিজের রুমে বইসা বইসা রাগ পাকা পোক্ত করছি। আর ভাবতেছি বাসার কম্পিউটারে বসবইনা। যেদিন নিজের টেকাই কিনবার পারমু সেইদিন বসমু! তার আগে বাসার কম্পিউটারে বসমু না। এইদিকে আইজ ব্লোগে আইসা দেখি কত কিছু ঘইটা গেছে। দেখলাম কিছু বান্দর চিন্তাইও আছে আমি মরে টরে গেছি কিনা।

তাই তাগো ভালোবাসার প্রতি কৃতঞ্জতা জানিয়ে আর চিন্তা দূর করনের লাইগা কইতাছি "মরি নাই মরি নাই! এখনও বাইচা আছি"....... তই আইজ গান গাইতে ইচ্ছা হইতেছে বাড়লে বয়স তারে কি করে ঠেকাবে খাটেতএ সুয়ে বসে দিন কাটাবে নিতে হবে তুমার জীবন থেকে ছুটি দেয়ালে ঝুলবে শুধু তুমারই ছবিটি ওরে ভাব দেখিয়ে লাভ হবে কি সবই হবে মাটি....... দন্ত পড়িবে চুলও পাকিবে সম্বল হইবে শুধু লাঠি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।