আমাদের কথা খুঁজে নিন

   

না জেনে গিয়েছি ফেঁসে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

না জেনে গিয়েছি ফেঁসে/ শেখ জলিল একদিন খুব ভালোবেসে সে যে হয়েছে ঘরণী দুধে-আলতা গায়ের রং গৌরিক-বরণী। সে আমাকে বাসে ভালো, আমিও বাসি তো বেশ তবুও ঘনায় আঁধার সন্দেহ অনিঃশেষ। দিন যায়, রাত যায়, আছি তো খুউব সুখে না-পাবার হাহাকার বাজছে শুধু এ বুকে। কে বা আমি? আমি কার? না জেনে গিয়েছি ফেঁসে বুঝেছি সেদিন গেছে সে অন্যকে ভালোবেসে! ২১.১০.২০০৭

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।