ভালবাসা নিম্নগামী মাছ রাঙা পাখীর যেমন
সংগীত
উৎসর্গঃ লেখক ও বিশ্লেষক রব্বানি চৌধুরীকে
মাছ রাঙা পাখীর যেমন
এক নিরিক্ষ করে
মুহূর্তে সে জলের মাছ
এক ঝাপটায় ধরে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
গুরু গুসাই পীর আর ফকির
আছে ঘরে ঘরে
আসল নকল বুঝতে পারবে
ধ্যানে জ্ঞানে স্মরে
যেজন পাইছে তৃতীয় নয়ন
ভজন করো তারে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
সততা সুন্দর মন মন্থর
করে ভজন করো
মানুষ অন্তর তার অন্তর
একই পাত্রে ধরো।
নিরিক্ষ করে দেখো তুমি
পাবে খুঁজছো যারে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
নিরিক্ষ ওয়ালা মানুষ তুমি
পাবে নয়া সমাজে
পাহাড় পর্বত নদী নালা
খুঁজো ভাজে ভাজে।
কোহিনূর কয় খুঁজে পাবে
তোমার মন মন্দিরে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।