আমাদের কথা খুঁজে নিন

   

আমি এখন ভীষণ ক্লান্ত

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

ষোলটি বল- সাতটি আমার সাতটি তোমার একটা দু'জনার বাকিটা দখলদারের- চলছে খেলা অনবরত কখনো দখলদার আমি কখনো বা তুমি খেলছো।! খেলাচ্ছলে কেটে যায় বেলা খেলাচ্ছলে করে অবহেলা ভাসিয়ে চলি অপচয়-ভেলা বাইরে বসেছে এক মিলন মেলা তবু থামেনি তোমার-আমার খেলা ষোলটি বলে গাঁথিনা কোনো মালা আমার লাঠি বলে কোথায় পানশালা! আবোল-তাবোল বকে যাই কারো পরওয়ানা যে নাই!! ক্লান্তি এসে ভরে আশরীরে কেউ কী পড়েছো ভুল করে তুমি হয়তো হবে রাগান্বিত আর আমি আজ ভীষণ ক্লান্ত।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।