আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ বিরক্তি ও পূজার শুভেচ্ছা...

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...

ঈদ যখন দেখতে দেখতে বাসি হয়ে গেল..তখন এলাম ঈদের শুভেচ্ছা জানাতে। ঈদের দিনে থাকবো কথা দিলেও নেট কানেকশনে যখন ঝামেলা লাগল তখন কথা রক্ষা করা হয়ে পড়ল কঠিন.....। এজন্য প্রথমেই ক্ষমাপ্রার্থী। যাই হোক ঢাকা শহরের ম্যাড়ম্যাড়া ঈদ যখন হয়ে উঠেছে বোরিং, তখন বড় শখ করেই টিভির সামনে বসলাম।

গত একমাস যাবত টিভিটা যে কত আকর্ষনীয় মনে হয়েছে, বলার মত না। এই চ্যানেলে নাটক তো ঐ চ্যানেলে ব্যান্ড গানের প্রোগ্রামের বিজ্ঞাপন। কিন্তু কপাল...আধা ঘন্টার একটা অনুষ্ঠান দেখতে গিয়ে যদি বিশ মিনিটই বিজ্ঞাপন বিরতি চলে তাহলে কি বলা যায়..? আমরা কি অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন দেখি নাকি বিজ্ঞাপনের ফাঁকে বিরতিতে একটু অনুষ্ঠান দেখি। এভাবে চ্যানেল থেকে চ্যানেলে দৌড়াদৌড়ি করে যখন নাজেহাল অবস্থা তখন শখ করে ক্লোজআপ বিজয়ী কয়েকজন গায়ককে নিয়ে আয়োজিত অনুষ্ঠান দেখতে বসলাম। অনুষ্ঠানটা ছিল অনেকটা আড্ডা স্টাইলে।

একটা ফুডকর্নারে বসে রাজিব, কিশোর এবং আরো অনেকে...(সবার নামটাও এখনও জানা হয় নাই) আড্ডা দিচ্ছে। সমস্যা হল যখন তারা গান গাইতে শুরু করল। সবাই এমন একটা ভাব করল যেন সবাই গিটার বাজাতে পারে। অনুষ্ঠানে লিপসিং সবাই করে। কিন্তু তার একটা কায়দা আছে।

গিটার বাজানোর অ্যাকটিং করছে তাও ভালো কথা কিন্তু অ্যাকোস্টিক বাজানোর অ্যাকটিং করলে যে ইলেক্ট্রিক গীটার বাজে তা জানতাম না। যাই হোক এসব আমাদের মাথায় ঢুকবে না। তাও ভালো...কিন্তু যখন ঈশিতার রচনা এবং পরিচালনায় নাটক "এক টুকরো নীল" বড় আশা নিয়ে দেখতে বসে হতাশ হলাম তখন কিছু না বলে পারছি না। নাটকে দেখানো হলো ফোনে মামাতো ভাই বানিয়ে ফেলা যায়, সেই মামাতো ভাইকে বাসায় দাওয়াত করা যায়। নায়িকার বাবা মা এটা মেনে নেন, তাদের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে না।

নায়িকার মা বলেন "দেখিস ফোনে মামাতো ভাই বানিয়েছিস, এখন আবার ফোন করে বর নিয়ে আসিস না" ... সমস্যা হল এরকম কোনো নায়িকাতো আমাদের ফোন করে মামাতো ভাই বানায় না.....আচ্ছা আপনভাই না বানিয়ে মামাতো ভাই বানানোর মানেটা কি?? যাই হোক এরকম বাস্তবতা বিবর্জিত নাটক দেখানোর মানেটা কি? মানুষ কি এখনও গাধা রয়ে গেছে যে যা খুশি দেখালে মানুষ সেটা হজম করবে.......?!!? ঈদের কোনো নাটককেই বাস্তবতার সাথে মেলাতে পারিনি। অন্তত যেকটা আমি দেখেছি...। এর মধ্যে ইত্যাদি সহ বিটিভির বেশ কয়েকটা নাটক ভালো ছিল। হঠাত বৃষ্টি সহ ভালো কিছু সিনেমা ছিল বিভিন্ন চ্যানেলে.............. জানিনা কবে ঈদের অনুষ্ঠানে ভালো কিছু দেখব। যাই হোক সবাইকে পূজার শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।