আমাদের কথা খুঁজে নিন

   

হে সৃষ্টিকর্তা, কেন এই বৈষম্য?

My mail address : shuvroparvez@yahoo.com

আজ কি লিখতে বসেছি জানি না , শুধু মনে হয় আমি কিছুই করতে পারছি না। আমার কিছুই করার সামর্থ নেই । হে সৃষ্টিকর্তা , ক্ষমতা কেন তুমি ঐ সব মানুষের হাতে দিয়েছিলে ? কেন তুমি এই দেশের মানুষের জীবনে এত দুঃখ লিখে রেখেছ ? যে দেশে কোটি টাকার গাড়ি রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া যায় , যে দেশের অনেক মানুষের অর্থের পরিমাণ তারা নিজেরাও জানে না , সেই দেশে মানুষ কেন না খেয়ে মারা যায় ? যখন বাংলাদেশ কে বলা হয় গরীব দেশ , তখন আমার হাসি পায়। হে সৃষ্টিকর্তা , সেই মানুষের টাকাগুলো তুমি কি পার না , বিলিয়ে দিতে , যাতে আর কোন শিশুকে গুলশানের কোন দামী খাবার দোকানের সামনের রাস্তায় দাড়িয়ে ক্ষুধার কষ্ট নিয়ে তোমাকে আর আমাদের মত মানুষকে অভিশাপ দিতে না হয়। সেই শিশুরা আমাকে ক্ষমা কর । ক্ষমা কর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।