আমাদের কথা খুঁজে নিন

   

সেই ভালো নয় কি, মৃতদেহের দলীল শকুনিদের দেয়া ?

ন্যায় অন্যায় বুঝিনে, জানি শুধু তোমারে!! আমি এখনও রাত জাগি তবে স্বপ্ন দেখা বন্ধ করেছি বহুকাল হল, তোমায় নিয়ে কবিতা লেখার অপচেষ্টা করিনা এখন, জীবনের নির্মমতা আজ আমায় ভীষণ তাড়া করে আমি দৌড়াতে দৌড়াতে তোমার করিডোরে হোঁচট খেয়েও কড়া নাড়ি না । সামান্য ঝড় হলেই দৌড়ে তোমার প্রিয় পেয়ারা গাছটা ভালো আছে কিনা খবর নিতে যাই না । আমি এখন অনেক বড় হয়ে গেছি আম্মু বকেনা তবুও সন্ধ্যাবধি তোমার কোচিং ছুটির অপেক্ষা করিনা, আচ্ছা আমি যদি তখন আর একটু বড় হতাম সমাজে প্রতিষ্ঠিত হতাম তবেও কি অমন করে বহুকষ্টে সংগ্রহ করা কৃষ্ণচূড়া ছুঁড়ে দিতে পথের পরে? আমাকে মরতে বলেছিলে ! আমি কি বেঁচে আছি ? কোন দরকার ছিলনা বলার,তবুও - সামাজিকতা বা হতে পারে কারো জন্যে সুখের বার্তা , জেনেই অনিচ্ছা স্বত্বেও জানাতে আসা,নীলা ! মরেছি বহু আগেই,বহুবার, তোমার অভিশাপে ! তারপরও আত্মশুদ্ধির লোভে ভেলায় ভাসা । কবে যেন তুমি মরতে বলেছিলে, অন্ধকারে, ভাসা ভাসা শুনেছি, মিথ্যে মনে হয় তবুও ! নীল আমার বড় বেশী ভালোলাগে নীলা ! তাইতো নীল, সৌভাগ্য বশত আমার শরীর , তোমারও ক্ষমতা নেই এ বিষ নিষ্ক্রিয় করার , সেই ভালো নয় কি, মৃতদেহের দলীল শকুনিদের দেয়া ? টুকরো টুকরো করে প্রতিরাতে পথ জমাতাম, অনন্তকাল পাশাপাশি হাঁটবো বলে ! সকাল,রাত,তুমি আর পথ সবই হারালাম । তবুও নিয়তির সাথে মল্ল যুদ্ধে বার বার হেরে গিয়ে, মৃত আত্মা আবার উঠে দাড়ায় বাঁচার লোভে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।