কেএসআমীন ব্লগ
আবার অনলাইনে ডিভি লটারীর ফরম জমা শুরু হয়েছে। ৩ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জমা নেয়া হবে। http://www.dvlottery.state.gov. আমেরিকার যুক্তরাষ্ট্র হচ্ছে বড় হিপোক্রেটিক দেশ। ওপি, ডিভির মাধ্যমে প্রায় অবাছাইকৃত লোকজন নিচ্ছে বিভিন্ন দেশ থেকে। কিন্তু আপনি ভিসার জন্য যাবেন - করবে নানান তালবাহানা।
বলবে - আপনি তো গেলে আর ফেরত আসবেন না। এ কাগজ, ঐ কাগজ... আমার এক পরিচিত মেরিন ইঞ্জিনিয়ারকে তারা তাই বললো। পেশাগত কারণে তার পৃথিবীর বিভিন্ন দেশে আসা যাওয়া ছিল। রাগে ক্ষোভে সে বলেছিল - পাসপোর্ট ফেরত দাও, তোমার দেশে যাবই না। সবার পক্ষে এ কথা বলা হয়তো সম্ভব নয়।
ডিভির মাধ্যমে লাখ লাখ লোক নিচ্ছে আমেরিকা। প্রয়োজন না থাকলে নিশ্চয়ই নিতো না। তাহলে একজন উচ্চ কোয়ালিফাইড পারসনের আমেরিকা যাওয়ার ক্ষেত্রে এত নখরামি কেন? এটাই হচ্ছে হিপোক্রেসী।
ঐ ভদ্রলোক যদি তাদের দেশে থেকেই যায়, তাহলে তো তাদেরই লাভ। প্রিয় পাঠক কী বলেন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।