চার।
আমার দেহের রঙ নীল,
আকাঙ্খা, নাকি ঘোর বিষে?
লিটমাস করবে প্রমাণ
কত সে আমায় ভালোবাসে।
ছয়।
পিছলে যেতে কি আছে পা?
নাহয় পিছল পথে মোহ।
ভুল আর আছে জানি দাগ
এ শরীরে, বাসনা নিদাঘ।
সাত।
কত ডানে, কতখানি বামে
গেলে তবে হয় বিপ্লব?
যত যাই তত দেখি ভাঙে,
কাচের আয়না, বৈভব।
নয়।
শরীরেই যত গোলযোগ,
নারী আর পুরুষের ভেদ,
যত যোগ ততটা বিয়োগ,
শরীরেই বাসনা সস্বেদ।
এগার।
আমার ভেতর যত আমি
আমি দেখ কত কথা কই।
আমার উপরে তত আমি,
... চুপচাপ যন্ত্রণা সই।
ষোল।
ঘামিয়েছে মাথা কি কৃষক?
ঘেমেছে শরীর।
তাহলে 'মাথার ঘাম'
পড়েনি তো পায়ে অস্থির।
সতের।
আকাশে উড়ছে চিল, তাই
চবি্বশ তলার 'পরে ছায়া।
সাবধানে থেকো, ছায়া ভাই!
মাটিতে পড়লে চুর মায়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।