আমাদের কথা খুঁজে নিন

   

আগে "কেউ কথা রাখেনি" - এবার রাখবে তো?

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

১৯৭৮ সাল: বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান এবং উপ প্রধান সামরিক প্রশাসক লে: জে: জিয়াউর রহমান বাংলাদেশের দেশের রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক প্রশাসক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে হালকা ঘাড় ধাক্কা দিয়ে বঙ্গভবন থেকে বের করে দিয়ে নিজেকে দেশের রাস্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষনার পর (সাপ্তাহিক বিচিত্রার সাথে একান্ত সাক্ষাতকারে) আমাদের বলেছিলেন - ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে সামরিক বাহিনী ব্যারাকে ফিরে যাবে। কারন - উনার কোন রাজনৈতিক উচ্চাভিলাস নেই। কিন্তু উনি কথা রাখেন নি! ১৯৮২ সাল: সেনা প্রধান লে: জে: হো: মো: এরশাদ রাষ্ট্রপতি বিচারপতি এম এ সাততারকে মৃদু ধমক দিয়ে বঙ্গভবন থেকে বের করে দিয়ে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা দখল করেন - এবং বেতার টিভিতে সরাসরি জাতিকে জানান - দুর্ণীতি দমনের জন্যে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং দ্রুতই নির্বাচন দিয়ে সেনাবাহিনীসহ উনি সেনানিবাসে ফিরে যাবেন। কারন উনার রাজনৈতিক উচ্চাভিলাস নেই! কিন্তু, উনি কথা রাখেন নি! ২০০৭ সাল: সেনাবাহিনী সংবিধানের ফাকফোকড় গলে একটা সরকার প্রতিষ্ঠা করে পর্দার আড়ালে দেশ চালাচ্ছে। সেনা প্রধান জাতির বিবেক হিসাবে নিয়মিত নসিহত করে যাচ্ছেন জাতিকে। গতকাল লন্ডনে বলেছেন - উনি রাষ্ট্রপতি হবেন না। এবার কি উনি কথা রাখবেন? আমাদের অপেক্ষা করতে হবে ...কিছু দিন। এর মধ্যে যদি কারো ইচ্ছা হয় ........পক্ষে বিপক্ষে বলে রাখতে পারেন...মিলিয়ে দেখা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।