এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
আজই পাকিস্তান ফিরছেন স্বেচ্ছানির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের সেনাপ্রধানের পদে থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বৈধতা নিয়ে দায়ের করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বাধীন ১১ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে।
দুর্নীতির দায়ে অভিযুক্ত ও স্বেচ্ছানির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো প্রায় ৮ বছর পর পাকিস্তান ফিরছেন। লন্ডন থেকে ফেরার পথে যাত্রাবিরতিতে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানের গণতন্ত্রপন্থি মানুষ এ সময়ের জন্য অপেক্ষা করে আছে।
তার ওপর জঙ্গি হামলার আশংকাও উড়িয়ে দিয়েছেন।
বেনজিরের বাড়ি ফেরা উপলক্ষে করাচিসহ গোটা পাকিস্তানে তার সমর্থকরা উল্লাস করছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রেসিডেন্ট জেনারেল মোশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির সমঝোতার বিষয়টি নাকচ করে দিয়েছেন বেনজির।
বলা যায়, জঙ্গি দমন ইস্যুই মোশাররফ-বেনজিরকে এক মঞ্চে বসিয়েছে।
এদিকে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে জেনারেল মোশাররফ ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও শপথ নিতে বাধ সেধেছে আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি পুর্ণাঙ্গ বেঞ্চের ওপরই নির্ভর করছে মোশাররফের রাজনৈতিক ভাগ্য। সা¤প্রতিক রাজনৈতিক মিত্র বেনজিরের বাড়ি ফেরা বা বুশ প্রশাসনের নৈকট্য মোশাররফের কতোটা কাজে লাগে এখন তা-ই দেখার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।