বাতিটা আচমকা জ্বলে ওঠে আলোতে ভেসে যায় ল্যাম্পপোষ্টের চারপাশ আঁধারের নিস্পন্দতায় এতোটাকাল ঢেকে ছিল যে কালো গহব্বর আজ সে পেয়েছে দারুন গতি, মুহূর্তেই পেয়েছে ভাষা তাইতো সময়ে অসময়ে ঘুরে ফিরে কাছে আসা। জড়িয়ে দাড়াই তবু যেন কিছুটা কৌণিক দূরত্ব রয়ে যায় দ্বিধান্বিত হয় আসলে দুই কালের প্রনয় চকিতেই বুঝতে পারি শূণ্যতা পূরণ হয়নি সেতো পূরণ হবার নয়। এক ট্রান্সট্রমার মন.. আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠেনা কোন কৌতুহল সন্ধান করা হয়না তাই ভিটেমাটি উপচানো বকুল ফুলের মৌতাতের আদ্রতা একদা কুয়াশা মাখানো আশ্বিনে নদীটিই ছিল একমাত্র গন্তব্য আজ অসময়ে বড্ডো পাল উড়াতে ইচ্ছে হয়। জানি- জমেছে পলিমাটি, ভেসেছে ডুবোচর অনেক নর্তকীমুদ্রায় প্রবাহিত হয়েছে সীমাহীন উজানে ঢল ছিল পৌষ-নবান্নের সুখ শিকড় থেকে পাতায় পাতায় সময় পরিক্রমায় ক্রমক্ষয়িঞ্চু সব পোর্টেট অপেক্ষা আবদ্ধ হয়েছে শুধু ইজেল খাতায়। ভেসে চলে.. এক পৌরাণিক ভিটেমাটি অথবা এপিটাফে উৎকীর্ণ কোন অচেনা শিলালিপির সারমর্ম তাই সুযোগে বুক ফুলোনো স্পার্টাকাস ছুরি বসায় যখন তখন তবুও বিষন্নবেলার পূজোতে জমে ওঠে এক ট্রান্সট্রমার মন। **************** ১৩ই মাঘ, ১৪১৯ মতিঝিল, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।