"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
বিরিয়ানী রান্না করার জন্য চানাচুরকে বলেছিলাম টক দই আনতে কিন্তু অতি গাধা চানাচুর মিষ্টি দই নিয়ে হাজির, আমি দই দেখে বললাম এটা তো মিষ্টি দই। বলে কি, কই আমি তো খেয়ে দেখলাম টকই তো। আমি ওই মিষ্টি দই দিয়েই কাজ চালালাম। মাংস রান্না যখন মাঝ পথে আমি প্রচন্ড ধাক্কা খেয়ে মাংসের মধ্যে তেতুল দিলাম। তারপর সেই দইটা চেখে দেখলাম দইটা যথেষ্ট মিষ্টি খুবই সামান্য টক। অনেক তেতুল দেয়ার পরও আমার বিরিয়ানীর মাংস কোরমার থেকেও মিষ্টি লাগছিল। আমার বিরিয়ানী রান্না শেষ হল।
চানাচুর তার ২ গাধা বন্ধুকে খাইয়ে বিদায় দিয়ে আমাকে বলল, চিন্ময় বলেছে তোমার এই রান্না সম্পর্কে "এই জিনিস কি মানুষে খায়?! ছিঃ ওর তো অবস্থা খারাপ।"
আমি মেরে ওকে বের করে দিয়েছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।