- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
হচ্ছেটা কী শুনি! নাই নাই নাই নাই
সুর তাল লয় কোনো কিছু নাহি পাই
পকেটে একখানা সোনার পাতা নিয়ে
রকিং গানা শুনে শুনে নেচে চলেছি-
একলা ঘরে একা একা! এ কে? আমি!
ভুল বকছি নাকি আমি!
তবু হয়েছেটা কি শুনি!
ঢুকে পড়েছো এক কোলাহলের পাড়ায়
ঝগড়া-ঝাটি তক্ক-বিতর্কের বেড়াজালে
নির্মল ভালোবাসার মায়াজাল ভেদ করে!
আহা...
তোমাদের মাঝে বোকা সেজে নেচে চলেছি মনের আনন্দে।
চতুর ভাবছো নিজেকে?
হায়!! আমি যে আস্ত বোকা যাচ্ছো ভুলে কোন্ বোকামিতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।