সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচছা ।
কোরিয়া একটি অমুসলিম দেশ । বিদেশী ছাড়া মুসলমান খুবই নগন্য । সবসাকল্যে সাড়ে চার হাজারের মত । সুতরাং এখানে ধমপালন খুব একটা স্বাচছন্ধবোধ করা যায়না ।
তার উপর এরা কাজ পাগল জাতি ।
এখানকার ধমীয় অনুষ্ঠান গুলো পালিত হয় সউদি আরবের সাথে মিল রেখে । সে হিসেব বাংলাদেশের এক দিন আগে রোজা শুরু হয় । ঈদ ও এক দিন আগে অথ্যাত আজ হয়ে গেল । কিন্ত কেমন গেল আমার ঈদ ?
এক কথায় বলবো একেবারেই নিরানন্দে ঈদ গেছে আমার ।
সারাদিন কাজ শেষ করে বাসায় এসে একটু সেমাই রান্না করলাম । অন্যদিন থেকে এটুকুই আলাদা । এই আমার ঈদের দিন ছিল আজ ।
আপনাদের ঈদ আনন্দময় হোক এই কামনা রইল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।