আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com
নোবেল শান্তি পুরস্কার ব্যাপারটাই আমার কাছে মাঝে মাঝে খুব ভুয়া, অন্তসারশুন্য মনে হয় । কারন আর সব কিছুর মতো এটার সাথেও নোংরা দলবাজি আর লবিং জড়িত । এ দলবাজী সাধারন গ্রুপিং নয়, বরং বৈশ্বিক অপরাজনীতি, যাকে বলে জিওপলিটিক্সের একেবারে নগ্ন উদাহরণ হয়ে উঠেছে বহুবার ।
নোবেল অনেক কসাই ও পা চাটা সক পাপেটকে দেয়া হয়েছে । এবং আরো এমন সব লোককেও দেয়া হয়েছে যাদেরাজের রেকর্ড, উদ্দেশ্য আর সততা সম্বন্ধে যে কোনো ওয়াকিফহাল মানুষের প্রশ্ন উঠবে ।
তারপরেও বলি মন্দের ভালো হিসেবে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের (কারচুপি এড়াতে পারলে তিনি নিঃসন্দেহে প্রেসিডেন্ট হতে পারতেন) এই নোবেল প্রাপ্তিতে আমি আনন্দিত । পরিবেশবাদ যে অবশ্যই পৃথিবীর মানুষের কল্যানে আসবে সে ব্যাপারে এই পদক সুস্পষ্ট এক সমর্থন বাচক ঘোষনা ।
বার্লিন প্রাচীরের পতনে আমরা আশা করেছিলাম এক অপেক্ষাকৃত শান্ত পৃথিবীর আগমন ঘটবে । তাতে জল ঢেলে দিয়েছে উলঙ্গ পুঁজিবাদী শক্তি । ব্যাক্তি মালিকানা খারাপ নয় তবে তাতে শৃঙ্খলা চাই ।
বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি যষে পৃথিবীর সম্পদ সীমিত । ভবিষ্যতের আবাসভুমিকে ধ্বংস করে বর্তমানের সমৃদ্ধি আসতে পারে না ।
ফক্স নিউজ/এমএসএনবিসি সেভাবে বলতে গেলে সিএনএন ও এসব অতি বাস্তব ও মানবিক ধারনায় আক্রমন করেছে অত্যন্ত অযৌক্তিক ও কদর্য ভাষায় । গ্লোবাল ওয়র্মিং নাকি পরিবেশবাদীদের পেট বানানো কথা, ওজোন স্তর ক্ষয় হলে দুনিয়ার কোনো ক্ষতি নেই, উত্তর মেরুর বরফ গলে যাক, তাহলে সেখানে তেল-গ্যাস এর অনুসন্ধান চালাতে সুবিধা হবে! আমরা এমনটিই এসব নব্য সংরক্ষনবাদীদের (নিও কনসার্ভেটিভ) কাছে শুনে এসেছি । এদের গালে নোবেল এক মৃদু চপেটাঘাত ।
তবু আঘাত তো!
আশাকরি প্রাণঘাতী যুদ্ধ ও মারনাস্ত্রের বিরুদ্ধেও আপনি কন্ঠ খুলবেন মি. গোর । আশাকরি আপনি এ কথা বলতে পারবেন ডিপ্লিটেড ইউরেনিয়ামের সম্পর্কে চুপ থেকে, সমস্ত প্রাণঘাতী মারনাস্ত্রের নির্বিচার ব্যাবহার থেকে নীরব থেকে, সমস্ত প্রান্তিক অভাজনদের সম্বন্ধে নির্বিকার থেকে, ওজোন স্তরের ক্ষয় নিয়ে কথা বলাটা আসলে এক ধরনের নির্মম তামাশা হয়ে যায়
তারপরেও,
অভিনন্দন মি. গোর ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।