পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...
হ্যা, আমিই রকি ভাই, আমি ঠিক করছিলাম আজকে যারা যারা ঈদ মোবারক জানিয়ে পোস্ট দিবে, তাদের সবাইকে চেষ্টা করবো লাম্ব্ লাম্বা ঈদ মোবারক জানাতে, জানাইছিলামও।
কিন্তু এতে দেখা গেলো ব্লগাররা এতো বেশি পরিমানে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন যে, কি আর বলবো!
জানাতেই পারেন, কেননা সবারই তো ঈদের খুশি আছে- কিন্তু এতে দেখা গেলো ২/৩ লাইনের পোস্টই এলো বেশি, ব্যতিক্রমও আছে কিছু।
এখনো চাঁদ দেখা যায়নি, দেখা যাবার পর আশা করা যায় ঈদের শুভেচ্ছা জানিয়ে ফ্লাডিং শুরু হয়ে যাবে।
তো আমার প্রস্তাব হলো ফ্লাডিং ঠেকাতে যদি কর্তৃপক্ষ স্বয়ং কোন ঈদ শুভেচ্ছার পোস্ট দেয়, এবং আমরা সবাই সেখানে শুভেচ্ছা বিনিময় করি, তাহলে কেমন হয়?
খারাপ হয় না মনে হয়। যারা যারা এই প্রস্তাব সমর্থন করেন এবং করেন না, দয়া করে আওয়াজ দেন।
(চামে আমিও ঈদ মোবারক জানায়া দেই (ক্লোজআপহাসি) । ভালো কথা, আমি একটা কার্টুন আকতাছি. দিমু এখনই )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।