আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মোবারক ফ্রম জার্মানি

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

আজ আমার এখানে ঈদ।ঈদের অনুভূতি লিখব ভেবেছিলাম....কিন্তু লিখতে বসে কিছুই গুছাতে পারছি না তাই....তাছাড়া নামাজ পড়েই চলে এসেছি অফিসে.......কি র করা ভাই ঈদ মোবারকের নামে লিখেদিলাম ছন্দ(!!) কিছু... কেউ কিন্তু রাগ করবেন না ভাই.......... ******************************* সবাইকে ঈদ মোবারক ****************************** লিখিতে পারি না কিছু......সদা ভয় পিছু পিছু কে জানি কি বলে বসে ভাই.... সবার লেখা যবে পড়ি...বলি আহ্ মরি মরি.. কারো লেখার তুলনা না পাই আমার ভেতরে কেন.....আসেনা লেখনী এত ভেবে কোন কুল কিনার না পাই প্রতিবার ভাবি বসি......পরেরবার লিখবো সবি... লিখতে বসে দেখি লেখা নয়...মনে হয় হাবিজাবি কি করি কি বলেনতো সবাই..... ঈদের আনন্দে ভরে উঠুক সবার সপ্নময় জীবনের প্রতিটা ক্ষন..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।