হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!
আগামীকাল (শুক্রবার) ঈদ। ঈদে কি করব? করার আসলে তেমন কিছুই নেই। সকালে ঈদগাহে যাব। সেখান থেকে হয়তো বাসায় ফিরতেও পারি অথবা সরাসরি শামীম-শাওনদের বাসায়ও চলে যেতে পারি - বলা যায় না কি করব। সিরতে এখন আমার সমবয়সী বলতে এই দুই জনই আছে।
কাজেই ঈদে বেড়াতে গেলে শুধু ওদের বাসায়ই যাওয়া যেতে পারে। এছাড়া প্রতিবেশী তিন-চারটা বাংলাদেশী বাসা এবং লিবিয়ানদের বাসায়ও যাব।
আর যদি ঘরে থাকি, তাহলে ফুল সাউন্ড দিয়ে গান শুনব এবং মিস্টার বিন অভিনীত জনি ইংলিশ ফিল্মটা দেখব। সিডিটা কিনেছি কিন্তু এখনও দেখা হয়নি। গত বছর ঈদের দিন দেখেছিলাম ট্রয় 2000 এবং টাইটানিক।
এবছর স্পার্টা দেখব ভেবেছিলাম কিন্তু পেলাম না। তাই বাধ্য হয়ে জনি ইংলিশই কিনে আনলাম।
আগে যখন আমাদের ডিশ ছিল না, তখন ঈদের দিন আরবী চ্যানেলগুলোতে (বিশেষতঃ MBC, ART) সুন্দর সুন্দর অনুষ্ঠান দিত - সেগুলো দেখেই সময় কেটে যেত। (আরবীয়দের ইসলাম প্রচারের যুগের এবং প্রাক-ইসলামিক যুগের পটভূমিতে নির্মিত নাটকগুলো খুব দারুণ হয়। ) কিন্তু এখন ডিশ কেনার ফলে শুধুমাত্র বাংলা চ্যানেলগুলোই দেখা হয় (আরবী হেড লাগাই নি) - আর বাংলাদেশে তো ঈদের অনুষ্ঠান শুরু হবে আরো দুই দিন পরে।
কাজেই টিভি দেখার চান্স নেই।
অন্যান্যবার তো এখানকার ঈদের দুই দিন পরে অর্থাত বাংলাদেশের ঈদের সময় কিছু অনুষ্ঠান দেখা হতো - এবার বোধহয় তাও হবে না। কারণ ঈদের দুদিন পরই জরুরী কাজে ত্রিপলীতে যেতে হতে পারে। কাজেই এবারের ঈদ অন্যান্য ঈদের চেয়ে আমার এবারের ঈদ সম্ভবত আরো বোরিং হবে।
আমার ঈদ যেরকমই হোক, আশা করছি আপনাদের ঈদ ভালোই কাটবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।