আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ স্পেশাল গেসবল: কিউপিড কুইজ (উত্তর পোস্টের শেষে দেয়া আছে)

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[এই লক্ষীমন্ত কুইজটার একটা ইতিহাস আছে। আমার এক জাপানীজ বন্ধু প্রায়ই আড্ডায় মাথা খুড়ত এই বলে যে তার কোনদিন গার্লফ্রেন্ড হবেনা। তো, একবার ক্রিসমাস পার্টির সময় বেচারার করুন চেহারা দেখে আমি তাকে ধাঁধাটা বললাম, আর সাথে এটা বলে দিলাম যে এই ধাঁধাটার উত্তর বের করতে পারলে তার পরের ক্রিসমাস বা ভ্যালেন্টাইন'স ডে'তেই তার গার্লফ্রেন্ড হয়ে যাবে। বোকাসোকা জাপানীজ ছেলে, বিশ্বাস করে বসল। মাস দেড়েক পরে ভ্যালেন্টাইন'স ডে'র তিনচারদিন আগে এক ফ্রাইডেনাইট পার্টিতে আবার দেখা, খুব উৎফুল্ল হয়ে ছুটে এসে বলল, 'তোমার ধাঁধাটার সমাধান পেয়েছি, আমার গার্লফ্রেন্ড হবে?' আমি মহাসমস্যায়! তাও সাহস নিয়ে বললাম, 'অবশ্যই হবে; এক্ষুণি ডিস্কোতে যাও।

' সেই ভ্যালেন্টাইন'স ডেতে আমি একাএকা বিমর্ষ বদনে ডাউনটাউনের রাস্তায় হাঁটছিলাম; হঠাৎ ডানে চোখ পড়তেই দেখি আমার সেই বন্ধু এক তরুনীর হাত ধরে সিনেমায় ঢুকছে। কে জানে? এটার সমাধান বের করামাত্রই, আপনারও হয়ে যেতে পারে ] ****************************************** অনেক অনেক দিন আগের কথা। হায়দারের দাদার দাদার গল্প। তাঁর নামও হায়দার ছিল। তো সেই হায়দার একবার ভীষনভাবে প্রেমে পড়ল, কিন্তু যার প্রেমে পড়ল সে থাকে অনেক অনেক দূরে।

সেখানে চিঠি পাঠালে সেটা পৌঁছুতেই লাগে এক সপ্তা! একরোজায় হায়দার তাঁর সেই স্বপ্নে দেখা রাজকন্যার জন্য একটি চমৎকার উপহার কিনলেন, একটি সোনার হার। রোজার আগেই কিনে ফেললেন,কারণ তিনি জানেন যে পাঠাতে অনেক সময় লাগে। সেযুগে কাঠের বাক্সে করে জিনিস পাঠানো হতো। তো, বাক্স রেডী করে তিনি পাঠাতে যাবেন, তখনই তাঁর এক বন্ধু এসে বললেন,'এখনকার ডাকপিয়নটা যা চোর! ব্যাটা বাক্সে তালা না মারলে ভেতরে যা থাকে সব চুরি করে রেখে দেয়। ' হায়দার খানিকটা ভেবে বললেন, 'হুমম, সমস্যা বটে।

কিন্তু তালা মেরে পাঠালে ওপাশে সেটা খুলবে কি করে?' তাইতো! দুজনে মিলে এরপর ভাবতে শুরু করলেন কি করা যায়? কিভাবে এই উপহার প্রেয়সীর কাছে পাঠাবেন!! আপনিও আসুন, একসাথে গেস করুন। ********************************************* উত্তর: প্রথমে হায়দার বাক্সে উপহার ঢুকিয়ে, আংটায় তালাবন্ধ করে তার প্রেমিকাকে পাঠাবে, চাবিটা নিজে রেখে দিবে অবশ্যই ... প্রেমিকা যেহেতু সেটা পেয়ে খুলতে পারবেনা, তাই সে বাক্সের একই আংটায় নিজে আরেকটি তালা মেরে পাঠাবে, চাবি রেখে দেবে নিজের কাছে যত্ন করে ... ডাবল লক্ড বাক্স হায়দারের কাছে আসলে হায়দার চাবি দিয়ে নিজের তালাটা খুলে রেখে বাক্সটা আবার পাঠাবে প্রেমিকার কাছে ... যেহেতু বাক্সে এখনও প্রেমিকার তালাটা ঝুলছে তাই ডাকপিয়ন সেটা খুলতে পারবেনা ... ব্যস্, প্রেমিকার কাছে বাক্স পৌঁছালে সে নিজের কাছে রাখা চাবি দিয়ে নিজের তালা খুলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।