আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ভোট করি সুন্দরবন এবং কক্সবাজারকে....

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...

এই লেখাটি আজকের প্রথম আলোর ঈদ সংখ্যা তে ছাপা হওয়া পল্লব মোহাইমেন এর লেখা থেকে তথ্য নিয়ে লেখা... ৭ জুলাই ২০০৭। বিশ্বের সপ্তাশ্চর্যের নাম ঘোষনা করা হয়েছে...এটা পুরানো কথা......নতুন যে কথাটি বলছি তা হলো আগামী ৮আগস্ট ২০০৮ পর্যন্ত বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মননোয়নের জন্য ভোট গ্রহণ করা হবে। আমরা জানি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশ কেমন...যারা একবার হলেও সু্ন্দরবন বা কক্সবাজার গিয়েছেন তারা জানেন এ দুটি স্থানের নয়নজুড়ানো সৌন্দর্য সম্পর্কে... সেরা সাত প্রাকৃতিক সপ্তাশ্চর্যে বাংলাদেশের নাম আমরা রাখতে চাইব নিশ্চয়ই...বাংলাদেশ কে তুলে ধরতে হবে বিশ্বের সামনে। আমরা তো কিছু হলেও এতে অবদান রাখতে পারি।

তার কারণ পৃথিবী জুড়ে এ নিয়ে ভোটাভুটি চলবে ইন্টারনেটে...। আমরা যারা সামহোয়ারইনে নিয়মিত আমরা চাইলে ভোট দিতে পারি আমাদের দেশের জন্য। নিয়মমতে প্রত্যেক ভোটার প্রাকৃতিক বিস্ময়ের জন্য সাতটি করে ভোট দিতে পারবেন। চাইলে বাংলাদেশের সাতটি স্থানের নাম দিতে পারেন আপনি। আমাদের এরকম আরও অনেক সৌন্দর্যমন্ডিত স্থান আছে।

আমাদের লক্ষ্য প্রথম ২১......এবং তারপর সেরা ৭........তাই সেরা দুই বিস্ময় নিয়ে ভোট করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে আমাদের লড়াই হবে.. আমাজন, হিমালয়, সাহারা এসব স্থানের সাথে। যে সাইটে গিয়ে আপনাকে ভোট করতে হবে তা হলো Click This Link মোট ১৫টি বিভাগ রয়েছে। সেসব বিভাগের মধ্যে ফেলতে হবে মনোনীত স্থানকে। প্রথম পৃষ্ঠার বাঁ দিকে "নমিনেশন" এ ক্লিক করে ইমেইল এড্রেস, কান্ট্রি ইত্যাদি লিখে মননোয়ন দিন আপনার পছন্দের স্থানকে.....১ এবং ২ নাম্বারে সুন্দরবনকে এবং কক্সবাজার কে রাখবেন.....তাতে জয়ের সম্ভাবনা বাড়বে...প্রতিটির পাশে ক্যাটাগরি ঠিক করে দেবেন..যেমন সুন্দরবনকে ফেলবেন forest,wood বিভাগে আবার কক্সবাজারকে ফেলবেন water,sea,lake,river বিভাগে...সাথে আবারও লোকেশন ঠিক করে দিতে হবে Bangladesh...মননোয়ন দেয়া শেষ হলে নিচের submit বাটনে ক্লিক করুন।

আপনার মননোয়নের প্রাপ্তিস্বীকার আসবে আপনার মেইল এড্রেসে। একটি ইমেইল হতে একবারই ভোট করা যাবে...তাই বাংলাদেশ কে জেতাতে আপনার করণীয় কি আপনি ভালই জানেন। প্রিয় ব্লগাররা....আমরা সবাই চাই বাংলাদেশের জয়....এক্ষেত্রে আপনাদের ভোটের উপরই সব নির্ভর করবে...এছাড়া চাই জোরালো প্রচারণা...আপনার বন্ধু , চেনা জন সবাইকে এই ব্যপারটি জানাবেন আশা করি। ভোট করতে নিচের লিংকটি চেষ্টা করে দেখতে পারেন... ভোট দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।