আমি চিরন্তন মুক্তিকামী।
এবারের রমজান আর ঈদটা একটু ভিন্ন রকম ভাবে শেষ হচ্ছে। রমজানের সময়টা আমার জন্য দারুন আনন্দের। খেলার জন্য অফুরন্ত টাইম পাওয়া যায়,আব্বা পড়ালেখা করতে বললে ক্লান্তির দোহাই দিয়ে পার পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা বাথরুম করার কষ্টটা নাই। কি মজার এক মাস।
ক্লাস এইট নাইনে যখন পড়তাম তখন দুপুরে মাথার ওপর সূর্য নিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা ফুটবল খেলতাম। হ্যা রোজা রেখেই এ কাজ করতাম। বাসায় গিয়ে অবশ্য আম্মার প্রচুর ঝাড়ি খেতে হত। তবে সেগুলো ডান কান দিয়ে ঢুকলে বাম কান দিয়ে বাথরুমের কমোডে ফেলে দিতাম।
কিন্তু এবর টোটালি ভিন্ন রকম এক সময় পার করছি।
সাধারনত রমজান আমার জন্য অনেক দীর্ঘ হয়। কিন্তু এবার এত তাড়াতাড়ি সময়টা চলে গেল.....।
আমি ০৮ এ এস.এস.সি দেব। এবং ছাত্র হিসেবে কখনোই তেমন ভালো নই। ত্ই পড়ালেখা কখনোই তেমন ভাবে করা হয়ে ওঠেনি।
তাই মনে করলাম সময় যেহেতু নেই এই রমজানে একটু পড়ালেখাই করি। কিন্তু ২৭টা দিন যে এত দ্রুত পার হয়ে গেল অথচ কিছুই করতে পারলামনা। তাই মনে হচ্ছে এবার ঈদটাও খারাপ ভাবে যাবে।
কি আর করার.............(আম্মাআআ)
আশা করি আপনারা ঈদটা ভালোভাবেই কাটাবেন।
সবাইকে অগ্রিম ঈদ মুবারক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।