আমাদের কথা খুঁজে নিন

   

কি মজা বাংলায় লিখছি

সাহিত্য চর্চা নয়,প্রাত্যহিক জীবন নিয়ে সাজানো আমার ব্লগখাতা

বাংলা টাইপিং শিখতে গিয়ে এর আগে দু'বার বাদ দিয়েছি। ফোনেটিক বলে যে একটা কিছু আছে জানতামই না। শেষে সেদিন এক বন্ধু বললো, কোন দুনিয়ায় থাকিস্ ফোনেটিক চিনিস না? সামহোয়ারের ওয়েব এড্রেস ধরিয়ে দিল। তারপর খুটুর খুটুর করতে করতে দেখি ভিষন সোজা। সামহোয়ার থেকেই শিখলাম বাংলা টাইপিং। তাই রেজিস্ট্রেশনও করে ফেল্লাম। কি লিখবো ছাই জানিনা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।