বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয়েছে দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ বিএনএস পদ্মা। বাংলাদেশের প্রধানমন্ত্রী সে দেশের নৌবাহিনীর জন্য তৈরি একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, তারা বাংলাদেশের নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে চান এবং সে জন্য ভবিষ্যতে তারা একটি সাবমেরিনও কিনতে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গোপসাগর এলাকার অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব ক্রমশ বাড়তে থাকায় নৌবাহিনীর ক্ষমতা বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। নৌবাহিনীর গুরুত্ব কেন বাড়ছে? নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রব খান বলছেন, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর আন্তর্জাতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। "বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর আন্তর্জাতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বাংলাদেশের সমুদ্রসীমা বেড়ে যাওয়ার ফলে নৌবাহিনীর গুরুত্বও ক্রমান্বয়ে বাড়ছে।" বাংলাদেশের সরকার এর আগেই ঘোষণা দিয়েছে, পর্যায়ক্রমিকভাবে ২০২০ সালের মধ্যে নৌবাহিনীকে একটি আধুনিক ও প্রযুক্তি-নির্ভর বাহিনী হিসাবে গড়ে তোলা হবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নিজেদের তৈরি যুদ্ধজাহাজ একটি শুভসূচণা। বাংলাদেশ যদি নিজেরাই বড় ধরণের যুদ্ধজাহাজ তৈরিতে পুরোপুরি সক্ষম হয়ে ওঠে তাহলে সেটি শুধু নৌবাহিনী নয় দেশের অর্থনীতির জন্যেও সহায়ক হয়ে উঠবে। সূত্র:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।