নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
অন্য দিনের সকাল হতে আজকের সকালের আকাশটা বেশ ভিন্নরকম, পার্থক্যটা ধরা পড়ে আকাশের রং দেখে। মেঘেদের দল আকাশের শুভ্রতাকে কেড়ে নিয়ে আকাশকে ভারাক্রান্ত করেছে, তাই আকাশ তার রঙ পাল্টিয়ে কেমন জানি মিয়ম্রান ! আকাশের সাথে কোন সম্পর্ক নেই, তবুও আজ খুব আকাশের রঙটাকে আজ নিজের খুব ভিতর অনুভব করছি। বিক্ষিপ্ত এই মনটাও কেমন জানি এলোমেলো আগোছালো অনেকটা আকাশের এলোমেলো রং এর মত।
যখন অফিসের জন্য বের হয়েছি তখন আকাশের কান্নার জল শরীরের পোষাকগুলোকে জবুথবু করে ভিজিয়ে দিয়েছে। তবুও দু:খ নেই, কারও কষ্টকে নিজের করে নেয়ার মধ্যে।
এত কাব্যিক নই যে, কবিতার লাইনের মত ভাষাগুলোকে থরে থরে সাজিয়ে উপস্থাপনে পরিপক্কতার পরিচয় দেব। কাব্যিক হতেও চাইনা শুধু বাস্তবতাকে বুঝে শুনে সত্য অনুভূতিগুলোকে প্রকাশ, ব্যাস এতটুকুই।
তাই যখন অফিসের ওয়ার্কস্টেশনে কাজে মগ্ন থাকার কথা, সেই সময়টুকুতে মনটাকে আর ডেস্কে ধরে রাখতে পারিনি, চারদেয়ালে ঘেরা কৃত্রিম বাতাসের আবদ্ধ ঘর থেকে মনটা ছুটে গিয়েছিল ওই রং আর রংহীন আকশের সন্ধিক্ষনে। কিছু খুজে নিতে চাইছিল বারবার হয়তবা যা কখনো পাওয়া হয়ে উঠেনি অদ্যবধি, কিন্তু যা পেতে চায় তেমনিই কিছু, কিন্তু তা কি ?
পাশের ওয়ার্কস্টেশনের জুনিয়র ছেলেটা বোধহয় তার প্রিয়তমার সাথে এত সুন্দর সারিবদ্ধ মেঘেদের মেলায় আকাশের বিচিত্রতাকে মিস করতে চাইছিলনা, তাই ফোনেই যত কিছু কথপোকথন, হয়ত ওপাশ থেকে তার মনের মানুষটি ছুটে যেতে চাইছে তাকে সঙ্গি করে, তাইত অনুরোধের ভঙ্গিমায় বারবার উপেক্ষা করে আবার না করে উত্তর দিয়েই চলেছে। যেখানে খুজে পাওয়া যায় সরলতা এবং বিশুদ্ধ ভালবাসার প্রতিচ্ছবি, তাহলে আজকের এই মেঘাচ্ছন্ন আকাশই কি তাদের এ পবিত্রতম সম্পর্কের এক বহি:প্রকাশ নয় ?
হয়তবা এমনই কিছু চাইছিলাম বা অপোয় ছিলাম ! কিন্তু নারী প্রেম, ভালবাসা বিহীন এ জীবনে শুধু তা উপল মাত্র।
সবার জীবনে প্রেম আসেনা, আবার প্রেম করেই যে সবাই সুখী হয় তাও নয়, এরকমই দ্বিধান্বিত পক্ষ-বিপক্ষ যুক্তি নিয়ে পথ চলা।
"ওগো বৃষ্টি আমায় চোখের পাতা ছুয়োনা
ওগো বৃষ্টি আমায় চোখের পাতা ছুয়োনা
সে যেন এসে দেখে তার জন্য কত আমি কেঁদেছি"
আকাশের কেন আজ এত কষ্ট, তা জানিনা, তাই জল ঝরিয়ে সে কষ্টকে সবার মাঝে বিলিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো এত উদার নই যে কাউকে কষ্ট বিলিয়ে দিব, তাই চোখের জলকে দেখাতে চাইনি বলেই নিশ্চুপ আর পথিক শূণ্য পথে পথ চলায় বৃষ্টির প্রতিটি ফোটা আমার চোখের জলকে ধুয়ে দিয়েছে। সেখানেই হয়তবা ভালবাসা উন্মুক্ত কেদেছে, সাক্ষী আকাশ, সাক্ষী আকাশের কান্নার জল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।