আমাদের কথা খুঁজে নিন

   

চে তোমায় লাল সেলাম - চে কে নিয়ে গান

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

"আমি এখন পরাজিত হয়েছি মানে এই নয় যে বিজয় অসম্ভব"-চে সমগ্র বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য এক প্রেরণার নাম - চে গুয়েভারা। তাঁকে হ্ত্যা করা হয়েছিল তাঁর আদর্শকে মুছে ফেলার জন্য। পারা যায়নি। বিশ্বের কোটি কোটি মানুষের মনে চে আজও এক মহান আদর্শের নাম।

যতদিন এই পৃথিবী বাঁচবে চে থাকবে এক সাহসী সৈনিক হিসেবে। চে'র সেই বিখ্যাত ছবি যা পরিবর্তন এবং বিপ্লবের বাণী বহন করে, তা সাহস জোগাবে সংগ্রামী মানুষদের মনে। আজ তোমার মৃত্যুদিনে তোমায় বিপ্লবী শ্রদ্ধা, চে। বেশি কিছু বলার নেই। শুধু একটি সুন্দর গানের ভিডিও শেয়ার করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।