আমাদের কথা খুঁজে নিন

   

দু:খ বিলাসিতা



দু:খ আমার বিলাসিতা দু:খ আমার আঁচলে পাতা। দু:খ আমার পায়ের মল দু:খ আমার রেশমী চূড়ির রিনঝিনি সুরের ছল। দু:খ আমার বৃষ্টি ভেজা কদম ফুল দু:খ আমার সুখের জলে ধোয়া কাজল। দু:খ আমার বেলীর মালা খোঁপায় জড়ানো দু:খ আমার বিরহী পূর্ণিমায় রাত জাগানো। দু:খ আমার ভালোবাসায় দু:খ আমায় কত নিশি অঝোরে কাঁদায়। দু:খ আমার তবু একান্ত আপন দু:খ আমায় জড়িয়ে থাকে সারাটাক্ষন দু:খের সাথেই তাই করি জীবন জাপন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।