আমাদের কথা খুঁজে নিন

   

বাসে'তে চড়িয়া অত:পর ঝুলিয়া, কসরত দেখাইয়া, ইহা কি হইল !!!

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

সাময়িক শিরোনামহীন একটি অসমাপ্ত ঘটনা : পাঠকবৃন্দকে কষ্ট দেবার জন্য আন্তরিক দু:খিত ! পোষ্টটি প্রকাশের পর ঘটনাটি সমাপ্ত করার সময় পাচ্ছিলামনা, এখন সময় থেকে কিছুটা সময় ধার নিয়ে বাকীটুকুন পোষ্ট করলাম। পুুুুরো ব্যাপারটি আকস্মিক ভাবে হয়েছিল এবং শেষ পর্যন্ত তা অমিমাংসিত রয়ে যায় এবং প্রত্যাশিত প্রত্যাশা পূরনে শতভাব ব্যার্থতার দায়ও ঘারে নিতে হয়। ্পূর্বের পর থেকে পরের দিন অফিসে, সকালে ঢুকেই আমার ডাক পড়ল। - তুমি অফিসে কিভাবে যাতায়াত কর ? স্যার বাসেই করি, লোকাল কিংবা দোতলা বাসে - অন্য কোন মাধ্যম নেই ? মাধ্যম বলতে সিএনজি বা ট্যাক্সিক্যাবে যাওয়া যায়, কিন্তু এভাবে তো সম্ভব নয় - সম্ভব নয় কেন ? স্যার, সিএনজি ট্যাক্সিক্যাবে যাওয়া আসা করলে আর পরিবার চালানো লাগবেনা, শুধু যাওয়া আসাই করতে হবে ! - কাল কিভাবে গিয়েছিলে ? অন্যদিন যেভাবে যাওয়া আসা করি সেভাবেই, কেন স্যার আজ হঠাত এ প্রশ্ন ! - কাল ওভাবে বাসে ঝুলছিলে কেন? কাল কিভাবে স্যার, প্রতিদিনই যে রকম ঝুলে ঝুলে যাই সেভাবেই, কিন্তু স্যার আপনি জানলেন কিভাবে ? - প্রতিদিন এভাবেই ? স্যার, আমাদের কষ্টটা বুঝবেনা, যা পাই তাতে ওই বাসই ভরসা, আর ওই বাসের ওই হ্যান্ডেলই আর এক ভরসা, হ্যান্ডেল পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, ঝুলে যাওয়া তো কোন ব্যাপারই নয়, কোন কোন দিন এই হ্যান্ডেলই খালি পাওয়া যায়না, সেদিন তো বাড়ী ফিরতে রাতই হয়ে যায় (অত্যন্ত দরদ মাখা কণ্ঠ নিয়ে বাক্যগুলো বললাম, যদি কিছু দয়া মায়া হয়) - তাই বলে জীবনে চেয়ে কি টাকা বড় ? তুমি যেভাবে যাও তাতে তো কোন বিপদও হতে পারত, তখন কি হতে পারত সে কথা কি চিন্তা করে দেখেছ, তোমার বাবা-মা সাফার করত, পয়সা খরচ হত তার চেয়ে বড় কোন খারাপ কিছুও তো হতে পারত ! স্যার মাফ করবেন, এত সাত পাচ ভেবে চলা বহু মুশকিল, অর্থই আমাদের কাছে অনেক বড় কিছু, এই সামান্য অর্থ দিয়েই অনেক প্লান থাকে, সেখানে দুটো টাকা বাচাতে ওই বাসে ঝুলে যাওয়া ছাড়া কোন উপায় তো দেখিনা ! - তাই বলে নিজে যেতে বিপদ ডেকে আনবে তার কি কোন মানে হয় ? তার কোন মানে নেই, কিন্তু এ সামান্য অর্থে আমাদের মত এমন খেটে খাওয়া মানুষগুলোকে প্রতিদিনই কিছু কিছু রিস্ক নিতেই হয়, হয়তবা সে রিস্কে আবার কখনো বলি হতে হয় (বস অনেন নিশ্চুপ) কিছুন পর...... - শোন আমি যখন অফিস থেকে বের হব, তখন তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে নামিয়ে দিব অবশেষে আমার উপর বসের কড়া আদেশ জারি হল, যে ভাবা সেই কাজ ঠিকই হল কিন্তু ফলাফল হল হিতে বিপরীত । প্রথম দুই একদিন বসের সাথেই গেলাম, সারা রাস্তায়া বসের পারিবারিক, দেশ, ধর্ম ইত্যাদি নিয়ে সার বক্তব্য, তার মাঝে কয়েক শতাব্দীর আগের ঝিমুনি দেয়া গান, আর কিছুন পর পর তাকে রেসপন্স করা জ্বি স্যার, জ্বি স্যার বলে, এসব ভাল লাগলনা, মনও বসলনা, তাই তৃতীয় দিন থেকে বিভিন্ন অযুহাত দেখিয়ে তার যাত্রার সঙ্গী হওয়া থেকে বিরত থাকলাম, মনে হল এর চেয়ে বরং ওই দোতলা বাসের হ্যান্ডেলই ঢের ভাল। কিন্তু যে উদ্দেশ্যে সেদিনের বাসের হ্যান্ডেল ধরে ঝুলে বসের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করলাম তার পুরোটাই ভেস্তে গেল। আর সফল হবে কিনা তাও রয়ে গেল অজানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।